দুবাই: আইসিসির (ICC) ২০২৩ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষিত হয়ে গেল। দলে জায়গা করে নিতে পেরেছেন মাত্র ২ ভারতীয় ক্রিকেটার। পুরো দলটিতে মোটামুটি আধিপত্য দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরই। উল্লেখ্য, গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Test Championship Final) ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল অজিরাই। প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই কামিন্সকেই এবার টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। এছাড়াও কামিন্সের অজি দল অ্যাশেজ দখলে রাখতে পেরেছিল। কামিন্স নিজে গত বছর বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। 


ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি কেউই সুযোগ পাননি দলে। তবে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেয়েছেন একাদশে। লাল বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে ধারাবাহিক ছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। জাডেজার পারফরম্যান্স ভারতকে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তােলার ক্ষেত্রে নেপথ্যে রয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হোক বা ক্যারিবিয়ান ভূমিতে টেস্ট সিরিজ, জাডেজা বারবার ভরসা জুগিয়েছেন দলকে। অন্য়দিকে দেশের মাটিতে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্য়াচে মোট ২৫ উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন। এছাড়াও সেই সিরিজে অর্ধশতরানও এসেছিল অশ্বিনের ব্যাট থেকে।


যে একাদশ বেছে নিয়েছে আইসিসি তাতে ওপেনিংয়ে উসমান খাওয়াজার সঙ্গে জুটি বাঁধবেন শ্রীলঙ্কার দ্বিমূথ করুণারত্নে। তিনে নামবেন কেন উইলিয়ামসন। চারে ইংল্যান্ডের জো রুট। পাঁচে ট্রাভিস হেড। ছয়ে উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। এরপর পেস বোলারদের তালিকায় রয়েছেন কিছুদিন আগেই অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রড ও মিচেল স্টার্ক। রয়েছেন প্যাট কামিন্স। স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।


আইসিসির বর্ষসেরা টেস্ট দল: উসমান খাওয়াজা, দ্বিমূথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড


ওয়ান ডে একাদশের নেতৃত্বে রোহিত


আইসিসি সদ্যই তাঁদের ওয়ান ডের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে। সেখানে ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিলকেই (Shubman Gill) ওপেনার হিসাবে বহাল রাখা হয়েছে। ২০২৩ সালে অধিনায়ক রোহিত নিজের নেতৃত্বে তো নজর কেড়েইছেন। পাশাপাশি ব্যাটিংয়ে তাঁর আগ্রাসী মনোভাবও সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ৫২ গড়ে গত বছর ১২৫৫ রান করেছেন রোহিত। অপরদিতকে, গিল গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ১৫৮৪ রান করেছেন। তিনি পাঁচটি শতরানও হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ফাইনালে দুরন্ত শতরান হাঁকানো ট্র্যাভিস হেডও রয়েছেন একাদশে।