নয়াদিল্লি: বক্স অফিসে বিপুল ব্যবসা করার পরে এবার ওটিটির দুনিয়াতেও সাড়া ফেলতে চলেছে ভিকি কৌশল অভিনীত ছবি 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। একইসঙ্গে মুক্তি পেয়েছিল রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল' (Animal), তবে ব্যবসার নিরিখে স্যাম বাহাদুর খানিক পিছিয়ে থাকলেও সমালোচক এবং দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে এই ছবিটি। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল ওটিটিতে আসতে চলেছে 'স্যাম বাহাদুর'। তবে এবার জানা গেল কোন প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে এই ছবি।


মাত্র ৮ সপ্তাহ আগে মুক্তি পেয়েছে 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। তবে এর মধ্যেই আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। আগামী ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই ছবিটির মাধ্যমেই অদম্য সাহসী ভারতীয় সেনাবাহিনীর 'আইকন' স্যাম মানেকশকে (Sam Manekshaw) শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বলে জানিয়েছেন জি ফাইভের চিফ বিজনেস অফিসার। তিনি জানিয়েছেন, 'এই ছবি একজন সত্যিকারের নায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য হয়ে থেকে যাবে। রনি স্ক্রুওয়ালা প্রযোজনার সহযোগিতাতেই তেজস এবং স্যাম বাহাদুরের মত দেশাত্মবোধক ছবি নির্মাণ সম্ভব হয়েছে। প্রেক্ষাগৃহে সাফল্যের পর আমরা নিশ্চিত, ওটিটি মুক্তি নিয়েও এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা কিছু কমবে না।'  


মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছে স্যাম মানেকশ'র জীবনী। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি 'স্যাম বাহাদুর'-এর (Sam Bahadur) জীবন থেকে অনুপ্রাণিত। স্যাম বাহাদুর একজন ফিল্ড মার্শাল হয়েছিলেন। সেনাবাহিনীর এক অনন্য চরিত্র, একটি যুদ্ধের নায়ক স্যাম বাহাদুরের জীবন কেমন ছিল, কীভাবে তিনি সেনাবাহিনীতে এসেছিলেন, পর্যায়ক্রমে এই সমস্ত গল্পকে ধাপে ধাপে তুলে ধরেছেন পরিচালক। গোটা ছবি জুড়ে একদিকে যেমন স্যাম বাহাদুরের চরিত্রকে নিপুণ তুলিতে আঁকা হয়েছে, তেমনই মানুষের সঙ্গে সেনাবাহিনীর নৈক্যটের গল্প বলেছেন পরিচালক। স্যাম বাহাদুর কীভাবে সৈনিকদের উজ্জীবিত করতেন, কীভাবে লড়াই করতেন এই সমস্ত কিছুকেই তুলে ধরা হয়েছে।


ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করত দেখা যাবে ভিকি কৌশলকে (Vicky Kaushal), তবে তিনি ছাড়াও আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্রা, মহঃ জিসান আইয়ুব এবং অন্যান্যরা। এই ছবিটি দেখে বিনোদন দুনিয়ার মানুষেরা তো বটেই, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সচিন তেণ্ডুলকরও। ভিকিকে প্রশংসায় ভরিয়েছিলেন 'লিটল মাস্টার'। সেই খবর শেয়ার করে নিয়েছিলেন খোদ ভিকি কৌশল। তাঁর কথায়, তাঁর ছোটবেলার হিরো এই সিনেমা দেখেছেন, এটা তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই।


আরও পড়ুন: Kangana Ranaut: রামমন্দির উদ্বোধনে ধ্বনি তুলেছিলেন 'জয় শ্রী রাম', ফিরেই কঙ্গনা জারি করলেন 'ইমার্জেন্সি'