হায়দরাবাদ: ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় (IND vs ENG) শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। ঘরের মাঠে মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ে দুই দলের একাদশ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে একাদশে কে সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিরিজ়ে যে কেএল রাহুলকে (KL Rahul) উইকেটের পিছনে দস্তানা হাতে দেখা যাবে না, তা নিশ্চিত।


কেএস ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে দলের অঙ্গ হলেও, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার কেএল রাহুলকে দস্তানা হাতে দেখা গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এমনটা হচ্ছে না। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই রাহুল সিরিজ়ে খেলতে চলেছেন বলে জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইংল্যান্ডের বিরদ্ধে ভারতীয় দলে ভারতের পাশাপাশি, ধ্রুব জুরেলও সুযোগ পেয়েছেন। দুই বিশেষজ্ঞ কিপারের মধ্যে একজনকেই সিরিজ়ে ভারতের হয়ে কিপিং করতে দেখা যাবে।


ভারতের অনুশীলন সেশনে দ্রাবিড় মঙ্গলবার বলেন, 'রাহুল এই সিরিজ়ে কিপার হিসাবে খেলবে না এবং আমরা সেটা দলের নির্বাচনের সময় স্পষ্টভাবেই মাথায় রেখেছিলাম। রাহুল দক্ষিণ আফ্রিকায় আমাদের হয়ে দারুণ পারফর্ম করে আমাদের সিরিজ় ড্র করতে সাহায্য করেছিল। কিন্তু দলে তো আমরা দুইটো কিপার নিয়েছি। তবে এই পরিবেশে, পরিস্থিতিতে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ়ের কথা মাখায় রেখেই নির্বাচনটা বাকি দুই কিপারের মধ্যেই হবে।'


এই সিরিজ়েই আবার ভারতীয় দলের দুই মহাতারকা রোহিত শর্মা এবং আর অশ্বিনের সামনে বিরাট রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। রোহিত শর্মা আর তিনটি শতরান হাঁকালেই ৩০ বছরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বাধিক ৩৬টি শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। এক্ষেত্রে আপাতত শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৩০-র গণ্ডি পার করে সচিন ৩৫টি শতরান হাঁকিয়েছিলেন। রোহিত আপাতত ৩৩-এ দাঁড়িয়ে। অপরদিকে, অশ্বিন আর ১৪টি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে ঘরের মাঠে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন। কুম্বলে ভারতে টেস্টে ৩৫০টি উইকেট নিয়েছেন। আর অশ্বিন আপাতত ঘরের মাঠে ৩৩৭টি উইকেটের মালিক। তিনি ১০টি উইকেট নিলে ৫০০ টেস্ট উইকেটের গণ্ডিও পার করে ফেলবেন।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ভারত না ইংল্যান্ড হায়দরাবাদ লাল বলের দ্বৈরথে এগিয়ে কোন দল?