দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতের মাটিতেই হবে? নাকি সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হবে টুর্নামেন্ট? যাবতীয় প্রশ্ন নিয়ে আগামীকাল, মঙ্গলবার আলোচনায় বসছে আইসিসি।


বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'মঙ্গলবার আইসিসি-র বোর্ড মিটিং। অনেক বিষয় নিয়েই আলোচনা হবে। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনও রয়েছে।'


সূত্রের খবর, বিশ্বকাপ আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ড কতটা তৎপর, সেটা দেখে নিতে চায় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে ১৮ জুলাই। শোনা যাচ্ছে, মঙ্গলবারের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আরও সময় চেয়ে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি যেন এখনই কোনও সিদ্ধান্ত না নেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন আরও এক মাস অপেক্ষা করা হয়, তা নিয়ে আবেদন করতে পারেন বোর্ড কর্তারা। মঙ্গলবার আইসিসি বোর্ড মিটিংয়ে এই আর্জি তাঁরা জানাতে পারেন।


ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের জেরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিসিসিআই চাইছে, ভারতেই বিশ্বকাপের আয়োজন করতে। সৌরভ অবশ্য বুধবার সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবেন। এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আইপিএল নিয়ে কথাবার্তা বলার জন্য। তবে শোনা যাচ্ছে, মঙ্গলবার আইসিসি-র মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না। জুলাই মাসে বিসিসিআই-এর আরও একটি বিশেষ সাধারণ সভা হতে পারে। সেখানে এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। এ দিকে আইসিসি সম্ভবত ১৮ জুলাই বার্ষিক সভার দিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।


নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি-কে আরও একমাস অপেক্ষা করতে বলবেন। এর পাশাপাশি ভারত সরকারের কাছে তারা জানতে চাইবেন, ভারতে বিশ্বকাপের আয়োজন করা আদৌ সম্ভব হবে কিনা।’ তারপরই হয়তো বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ।