লডারহিল (ফ্লোরিডা): প্রযুক্তিগত কারণে ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হতে ৪০ মিনিট দেরি হওয়া নিয়ে আইসিসি-র কর্মশালায় আলোচনা হবে। আগামী মাসে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কর্মশালা হবে। সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।


 

আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, ‘আগামী মাসের বার্ষিক কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে ফ্লোরিডার দ্বিতীয় টি-২০ ম্যাচও থাকবে।’

 

ফ্লোরিডার সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হতে ৪০ মিনিট দেরি হয়। এরপর ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল হয়ে যায়। খেলা ঠিক সময়ে শুরু হলে হয়তো পুরো ম্যাচ হতে পারত। কিন্তু সেটা হয়নি। সেই কারণেই আইসিসি-র কর্মশালায় এ বিষয়ে আলোচনা হবে।