অনুষ্ঠানের নাম ‘হাউডি, মোদী! শেয়ারড ড্রিমস, ব্রাইট ফিউচারস’। হবে হিউস্টনের বিশাল এনআরজি স্টেডিয়ামে। হাউ ডু ইউ ডু সংক্ষেপে হয়েছে হাউডি। নামেই পরিষ্কার, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতাই মূলত হবে এই অনুষ্ঠানে। হোয়াইট হাউস বলেছে, ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট সেদিন হিউস্টন, টেক্সাস ও ওহিওর ওয়াপাকোনেটায় যাবেন। হাউডি মোদী-তে যোগ দেবেন তিনিও।
আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা মার্কিন প্রেসিডেন্টের এই যোগদানকে ঐতিহাসিক ও নজিরবিহীন আখ্যা দিয়েছেন। ভারত-মার্কিন সম্পর্ক যে কতটা দৃঢ় এই সিদ্ধান্তের ফলে তা পরিষ্কার বলে মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাউডি মোদী-র উদ্যোক্তারাও।
২১ তারিখ আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। ২২ তারিখ হিউস্টনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ২৩ থেকে ২৭ পর্যন্ত নিউ ইয়র্কে থাকবেন তিনি।