অ্যান্টিগা: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস (DLS) নিয়মে আফগানিস্তানকে (Afghanistan) ১৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC Under-19 World Cup) ফাইনালে পৌঁছল ইংল্যান্ড (England)। ২৪ বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড। এর আগে তারা শেষবার ১৯৯৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডই।


আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হচ্ছে ভারত (India)। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টা থেকে। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত এবং ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। 







আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪৭। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৩১ রান করে ইংল্যান্ড। ৫৩ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার অ্যালেক্স হর্টন। ৫৬ রান করে অপরাজিত থাকেন জর্জ বেল। ৫০ রান করেন ওপেনার জর্জ টমাস। আফগানিস্তানের হয়ে জোড়া উইকেট নেন নাভিদ জর্দান ও নূর আহমেদ। একটি করে উইকেট নেন নাঙ্গেয়ালিয়া খারোটে ও ইজরাউল নাভিদ।


রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় আফগানিস্তান। কোনও রান না করেই ফিরে যান নাঙ্গেয়ালিয়া খারোটে। এরপর অবশ্য ওপেনার মহম্মদ ইশাক ও তিন নম্বরে নামা আলাহ নূর দারুণ লড়াই করেন। ইশাক ৪৩ ও আলাহ ৬০ রান করেন। তবে আফগানিস্তানের অধিনায়ক সুলিমান সফি কোনও রান না করেই আউট হয়ে যান। এরপর কিছুটা লড়াই করেন আবদুল হাদি। তিনি ৩৭ রানে অপরাজিত থাকেন। ৩৩ রান করেন বিলাল আহমেদ। ২৫ রান করেন নূর আহমেদ। ইংল্যান্ডের হয়ে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন রেহান আহমেদ। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন টমাস অ্যাসপিনওয়াল। একটি করে উইকেট নেন জোশুয়া বয়ডেন ও অধিনায়ক টম প্রেস্ট। ৯ উইকেটে ২১৫ রান করেই থেমে যায় আফগানিস্তান। ফলে জয় পেল ইংল্যান্ড। এবার ফাইনালের লড়াই ইংরেজদের। তবে ফাইনালে লড়াই সহজ হবে না।