নয়াদিল্লি: বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে বটে। কিন্তু এখনই দেশ থেকে বিদায় নিচ্ছে না শীত (Winter)। বরং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রার (Temperature) ওঠানামা চলবে বলে বলে জানাল ভারতীয় মৌসম দফতর (India Meteorological Department/IMD)।তারা জানিয়েছে, আগামী দু’দিন উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমপক্ষে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কিন্তু তার পর তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
আইএমডি জানিয়েছে, বুধবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির (Railfall) সম্ভাবনা রয়েছে। ৩ এবং ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ওই রাজ্যগুলিতে।
আরও পড়ুন: Weather Update: কুয়াশায় ব্যাহত বিমানের ওঠানামা, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা
আইএমডি-র তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘উত্তরপ্রদেশের উত্তর অংশের বিভিন্ন এলাকায় যথে্ষ্ট ঠান্ডা (Winter) থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় পাঞ্জাব, হরিয়ানায় শৈত্যপ্রবাহ বওয়ার সম্ভাবনাও রয়েছে। তার পর ঠান্ডার প্রকোপ কাটার সম্ভাবনা রয়েছে।’ বুধবার ভোরে রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। এ জিন সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে এর মধ্যে দিল্লিতে ফের দূষণের প্রকোপও দেখা দিয়েছে।
আইএমডি আরও জানিয়েছে যে, ২-৩ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশে এবং ৩-৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের একাধিক জায়গায় শিলাবৃষ্টি (Hailstorm) হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে বজ্র, বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশাতেও ৪ ফেব্রুয়ারি শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।