নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী যুব ভারতীয় দল দেশে ফিরেছে। দলের সঙ্গেই দেশে ফিরলেন কোচ রাহুল দ্রাবিড় এবং সহযোগী স্টাফরাও। দেশে ফিরে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় ভারতীয় ক্রিকেট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অধিনায়ক পৃথ্বী শ দলের কোচ ও সহযোগী স্টাফ এবং বিসিসিআই-কে ধন্যবাদ জানিয়েছেন।
সাংবাদিক বৈঠকে দ্রাবিড় যে যে গুরুত্বপূর্ণ কথা গুলি বলেছেন, তা দেখে নেওয়া যাক।
কোচ বলেছেন, দল কাপ জিতেছে ঠিকই। তবে ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। যেমনটা কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দলের পারফরম্যান্স ছিল, ফাইনালে তেমনটা হয়নি। এরপরও অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে জিতেছে দল। দ্রাবিড় বলেছেন, যোগ্য দল হিসেবেই কাপ জিতেছে ভারত। দলের এই ১৫ খেলোয়াড়কে নিয়ে তিনি খুশি। যেভাবে ওরা খেলেছে, উচ্চমানের ক্রিকেট খেলেছে, তা তৃপ্তিদায়ক।
দ্রাবিড় বলেছেন, গত ১৫-১৬ মাস ধরে প্রস্তুতি চলছিল। একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এবং পুরো দল মনোযোগ সরকারে কাজ করে গিয়েছে। আমাদের পরিকল্পনা ও খেলোয়াড়দের বিকশিত করে তোলার জন্য আমরা একটা পদ্ধতি শুরু করেছি এবং তা পালন করে গিয়েছি। এই পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার এবং তা আরও বিকশিত করার প্রয়োজন রয়েছে। কোচ আরও বলেছেন, গত ১৫-১৬ মাসে যে প্রক্রিয়ায় দল এগিয়েছে, সেটা প্রকৃতপক্ষে সন্তোষজনক। শুধু বিশ্বকাপের জন্যই নয়, অনূর্দ্ধ ১৯ খেলোয়াড়দের গড়ে তোলার জন্যও তা গুরুত্বপূর্ণ।

অনূর্দ্ধ ১৯ দলের কোচ আরও বলেছেন, আমি যখন এই বয়সভিত্তিক দলে খেলেছিলাম, তখনকার তুলনায় এই দলের ছেলেদের মাঠ ও মাঠের বাইরে অনেক ভালো পরিকাঠামো এবং সুবিধা রয়েছে। বর্তমান দলের খেলোয়াড়রা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কথা ভাবে। ওদের পারফরম্যান্স থেকেই এটা স্পষ্ট।
ভারতের জুনিয়র দলের কোচ আরও বলেছেন, এ ধরনের দুরন্ত পারফরম্যান্স, দর্শকদের সামলানো এবং মিডিয়ার মুখোমুখি হওয়া দলের খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য শক্তপোক্ত করে তুলবে। কিন্তু ওদের আসল চ্যালেঞ্জটা এবার শুরু হবে। এ ব্যাপারে আমি ওদের সঙ্গে কথাও বলেছি। ২০১২-র বিশ্বকাপজয়ী দলের একজন মাত্র খেলোয়াড় দেশের সিনিয়র দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছে। যদিও ফাইনালে যে দল হেরেছিল, সেই অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় দেশের হয়ে খেলেছে এবং অনেক বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে। তাই ভারতের এই যুব দলের সদস্যদের সিনিয়র টিমে খেলার জন্য আরও বেশি ভালো খেলা জরুরি।
কোচ আরও একটি বিষয় নিয়ে খোলামেলা কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সিনিয়র টিমের হয়ে খেলা শুরু করেছেন, এমন খেলোয়াড়, যেমন ওয়াশিংটন সুন্দরে দলে নিতে পারতেন। কিন্তু বহু ভাবনা-চিন্তা করে ওই ধরনের খেলোয়াড়দের দলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, তাঁরা চেয়েছিলেন. এই খেলোয়াড়রাই শীর্ষ স্তরের ম্যাচ খেলুক আর বিপক্ষের মোকাবিলা করুক। এটা তাঁর নিজের চিন্তাভাবনা বলেও জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেছেন, এই নীতি নিয়ে আগামী দিনে কোনও সিদ্ধান্ত বিসিসিআই-ই নেবে।