বিসিসিআই-এর বিরোধিতা, টু-টিয়ার টেস্টের প্রস্তাব বাতিল
Web Desk, ABP Ananda | 07 Sep 2016 02:57 PM (IST)
নয়াদিল্লি: বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর প্রবল বিরোধিতায় আইসিসি যে টু-টিয়ার টেস্ট ক্রিকেট শুরুর প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাহার করতে বাধ্য হল। দুবাইয়ের চিফ এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে আগের যে গৃহীত প্রস্তাব ছিল, সেখান থেকে সরে এসে পুরো বিষয়টাকে নতুন করে নতুন দৃষ্টি ভঙ্গি দিয়ে দেখতে চলেছে আইসিসি, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। এ প্রসঙ্গে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের বক্তব্য, ‘অর্থনৈতিক দিক দিয়ে অনুন্নত দেশগুলির জন্য এটা খুবই ক্ষতিকারক এবং পশ্চাৎগামী। টেস্ট ক্রিকেটের আকর্ষণকে সঙ্কুচিত করবে এই পদ্ধতি।’ শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, বাংলাদেশ এই ইস্যুতে ভারতীয় বোর্ডের অবস্থানকে সমর্থন করেছে। এর জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি। কাঠামোগত কোনও সংস্কার করতে গেলে আইসিসি-র সদস্য দেশগুলির দুই-তৃতীয়াংশের সমর্থন দরকার। টু-টিয়ার টেস্টের প্রস্তাব পাশ করানোর জন্য ১০ পূর্ণাঙ্গ সদস্য দেশের মধ্যে ৭টি দেশের সমর্থন দরকার ছিল। কিন্তু সেটা পায়নি আইসিসি। ফলে প্রস্তাব বাতিল হয়ে গিয়েছে।