বে ওভাল: মাঠে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। মাঠের বাইরে সেই ভারত-পাকিস্তান শিবিরকে মিলিয়ে দিলেন একরত্তি।


বিশ্বকাপ চলাকালীনই পাকিস্তানের মহিলা ক্রিকেটার বিসমা মারুফের (Bismah Maroof) কন্যাসন্তানকে নিয়ে রীতিমতো আনন্দে মেতে উঠল দুই শিবির। দেশের হয়ে বিশ্বকাপ (ICC Women World Cup 2022) খেলতে গিয়েছেন বিসমা। তিনি পাকিস্তান মহিলা দলের অধিনায়ক। ব্যাট-বলে মাঠে ঘাম ঝরাচ্ছেন। আর মাঠের বাইরে সংসার সামলাচ্ছেন। মায়ের দায়িত্ব পালন করছেন। কোলের শিশুকে নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছেন বিসমা।


রবিবার ছিল ভারতের বিরুদ্ধে ম্যাচ। ছোট্ট মেয়েকে হোটেলে ফেলে মাঠে নামা মুশকিল। তাই মেয়েকে কোলে নিয়েই নামলেন টিম বাস থেকে। ড্রেসিংরুমেও ঢুকলেন মেয়েকে সঙ্গে নিয়ে। কিট ব্যাগের সঙ্গে সন্তানকে কোলে নিয়ে মাঠে ঢোকার এমন ছবি বিরল। মাঠে যতক্ষণ ছিলেন, ততক্ষণ সতীর্থরাই সামলেছেন কোলের শিশুকে। পাক অধিনায়ক প্রত্যেক নারীর অনুপ্রেরণা হয়ে থাকলেন। সংসার সামলেও মাঠে নামা যায়, খেলা যায়।


চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ যাত্রা জয় দিয়েই শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে তারা ১০৭ রানে পরাস্ত করেছে। এই ম্যাচের পর এমন একটি ভিডিও সামনে এসেছে, যেটা প্রত্যেক ক্রিকেট সমর্থকের হৃদয় জয় করে নিল। বাইশ গজের বাইরে একরত্তিকে নিয়ে মা-মাসিদের খুনসুটি বাইশ গজের যুদ্ধের বাইরে অন্য মাত্রা যোগ করল।  


পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমা মারুফের মেয়ের বয়স মাত্র ছয় মাস। তিনি মেয়েকে সঙ্গে নিয়েই নিউজিল্যান্ডে খেলতে গিয়েছেন। মারুফ নিজের মেয়েকে কোলে নিয়েই ম্যাচ খেলতে স্টেডিয়ামে পৌঁছলেন। ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের স্পিনার একতা বিস্ত ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় মারুফের মেয়েকে দেখেই একরত্তির সঙ্গে খুনসুটি করতে শুরু করেন। এরপর তাঁর সঙ্গে এই আড্ডায় একে একে যোগ দিলেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, স্মৃতি মান্ধানারা। একরত্তির সঙ্গে সেলফি তুললেন হরমনপ্রীতরা। সেই ছবি সোশ্যালে ভাইরাল হল। মুগ্ধ হয়ে সেটি শেয়ার করলেন সচিন তেন্ডুলকরও। 


নিউজিল্যান্ডে পাক দলের সঙ্গে মারুফের মা থাকবেন। যাতে তিনি ক্রিকেটে ফোকাস করতে পারেন। এবং তাঁর সন্তান যাতে একা না থাকে। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন। তাঁর কথায়, তাঁর স্বামী তাঁকে মাঠে ফিরতে অনুপ্রেরণা দিয়েছিলেন।