নয়াদিল্লি: মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা। নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিন ধাপ উঠে শীর্ষে পৌঁছে গিয়েছেন স্মৃতি। একদিনের আন্তর্জাতিকে ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ আছেন পাঁচ নম্বরে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে একটি ম্যাচে শতরান এবং একটি ম্যাচে অপরাজিত ৯০ রান করেন স্মৃতি। ২০১৮ থেকে এখনও পর্যন্ত ১৫টি একদিনের আন্তর্জাতিকে দু’টি শতরান এবং আটটি অর্ধশতরান করেছেন তিনি। তাঁকে এই পারফরম্যান্সেরই স্বীকৃতি দিল আইসিসি।



মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে স্মৃতির পরেই দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার এলিসি পেরি। তৃতীয় স্থানে পেরির সতীর্থ মেগ ল্যানিং। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট।

বোলারদের মধ্যে ভারতের তিন স্পিনার দীপ্তি শর্মা, পুনম যাদব ও একতা বিস্ত যথাক্রমে ৮, ৯ ও ১৩ নম্বরে আছেন।