আজ মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৩১-তম ওভারে প্যাট কামিন্সের ১৪২ কিমি গতিতে আসা একটি বাউন্সার সামাল দিতে না পেরে ঘাড়ে চোট পান করুণারত্নে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাঁর দিকে ছুটে যান দু’দলের ক্রিকেটার ও চিকিৎসকরা। মাঠেই শুরু হয়ে যায় চিকিৎসা। এরপর অ্যাম্বুল্যান্সে করে করুণারত্নেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সংজ্ঞা আছে বলেই জানা গিয়েছে। শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংঘ জানান, ‘ও এখন হাসপাতালে আছে। তবে ও ভাল আছে। চিকিৎসকরা ওকে পরীক্ষা করছেন। বিপদের আশঙ্কা নেই।’ তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, যাবতীয় শারীরিক পরীক্ষার পর করুণারত্নেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ ৫ উইকেটে ৫৩৪ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। জো বার্নস ১৮০, ট্রেভিস হেড ১৬১ ও কার্টিস প্যাটারসন অপরাজিত ১১৪ রান করেন। জবাবে দিনের শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১২৩। চোট পাওয়ার আগে ৪৬ রান করেন করুণারত্নে।