ট্রেন্ডিং

কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি

Weather Update: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, আরব সাগরে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ, রাজ্যের সব জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা ! ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও..

'আমাদের লাইফলাইন, ক্ষুধায় মরে যেতে পারি', সিন্ধু জলচুক্তি স্থগিতকে 'ওয়াটার বোমা' নিক্ষেপ হিসাবে দেখছেন পাক সাংসদই !

সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি, জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার, 'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে..'

আগামী সপ্তাহে বাংলা-বিহারে সভা মোদির, একনজরে সফরসূচি
বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান, রিষড়ার বাড়িতে অপেক্ষায় পরিবার
৩ তারিখ অপরাধীদের ফাঁসি হলে আমাদের লড়াই শেষ হবে, বললেন নির্ভয়ার মা
আশা দেবী বলেছেন, এ নিয়ে তৃতীয়বার অপরাধীদের ফাঁসির দিন ধার্য করল আদালত। আশা করি, এটাই চূড়ান্ত তারিখ।
Continues below advertisement

নয়াদিল্লি: ২০১২-তে মেয়ের মৃত্যুর পর থেকে লড়াই চলছে তাঁর। ৩ তারিখ যদি মেয়ের খুনীদের ফাঁসি হয়, তখনই লড়াই শেষ হবে। নির্ভয়ার মা আশা দেবী এ কথা বললেন। নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীকে ৩ মার্চ ফাঁসি দেওয়া হবে বলে রায় দিয়েছে দিল্লির একটি আদালত।
আশা দেবী বলেছেন, এ নিয়ে বেশ কয়েকবার অপরাধীদের ফাঁসির দিন ধার্য করল আদালত। আশা করি, এটাই চূড়ান্ত তারিখ। সবাইকে নির্দিষ্ট কয়েকবারের জন্যই প্রাণভিক্ষার আবেদনের সুযোগ দেওয়া উচিত, এই ৪ জন যথেষ্ট সুযোগ পেয়েছে। ৩ তারিখ এদের ফাঁসি হলে তবেই আমাদের এতদিনের লড়াইয়ের ইতি হবে। নির্ভয়ার মা আরও বলেছেন, এর আগেও কয়েকবার এদের জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। কিন্তু গতকাল আর এদের হাতে আবেদনের কোনও সুযোগ ছিল না। গোটা বিশ্ব বুঝতে পারছে, এরা মৃত্যুদণ্ড এড়ানোর চেষ্টা করছে। আদালতও বুঝছে সেটা।
৩ তারিখ সকাল ৬টায় নির্ভয়া গণ ধর্ষণ ও হত্যার ৪ অপরাধী বিনয় শর্মা, ক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংহের ফাঁসি দেওয়া হবে বলে জানিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। এর আগে ৭ জানুয়ারি তিহার জেলে তাদের ফাঁসি হবে বলে ঠিক হয়। কিন্তু প্রাণভিক্ষার আবেদন করায় তারিখ পিছিয়ে হয় ২২ জানুয়ারি। ফের আবেদন জমা পড়ায় তারিখ আবার পিছিয়ে যায়, ঠিক হয় এ মাসের ৫ তারিখ হবে ফাঁসি। এরপর দিল্লির আদালত অনির্দিষ্টকালের জন্য ফাঁসির দিন পিছিয়ে দেয়।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে