নয়াদিল্লি: ২০১২-তে মেয়ের মৃত্যুর পর থেকে লড়াই চলছে তাঁর। ৩ তারিখ যদি মেয়ের খুনীদের ফাঁসি হয়, তখনই লড়াই শেষ হবে। নির্ভয়ার মা আশা দেবী এ কথা বললেন। নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীকে ৩ মার্চ ফাঁসি দেওয়া হবে বলে রায় দিয়েছে দিল্লির একটি আদালত।


আশা দেবী বলেছেন, এ নিয়ে বেশ কয়েকবার অপরাধীদের ফাঁসির দিন ধার্য করল আদালত। আশা করি, এটাই চূড়ান্ত তারিখ। সবাইকে নির্দিষ্ট কয়েকবারের জন্যই প্রাণভিক্ষার আবেদনের সুযোগ দেওয়া উচিত, এই ৪ জন যথেষ্ট সুযোগ পেয়েছে। ৩ তারিখ এদের ফাঁসি হলে তবেই আমাদের এতদিনের লড়াইয়ের ইতি হবে। নির্ভয়ার মা আরও বলেছেন, এর আগেও কয়েকবার এদের জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। কিন্তু গতকাল আর এদের হাতে আবেদনের কোনও সুযোগ ছিল না। গোটা বিশ্ব বুঝতে পারছে, এরা মৃত্যুদণ্ড এড়ানোর চেষ্টা করছে। আদালতও বুঝছে সেটা।

৩ তারিখ সকাল ৬টায় নির্ভয়া গণ ধর্ষণ ও হত্যার ৪ অপরাধী বিনয় শর্মা, ক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংহের ফাঁসি দেওয়া হবে বলে জানিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। এর আগে ৭ জানুয়ারি তিহার জেলে তাদের ফাঁসি হবে বলে ঠিক হয়। কিন্তু প্রাণভিক্ষার আবেদন করায় তারিখ পিছিয়ে হয় ২২ জানুয়ারি। ফের আবেদন জমা পড়ায় তারিখ আবার পিছিয়ে যায়, ঠিক হয় এ মাসের ৫ তারিখ হবে ফাঁসি। এরপর দিল্লির আদালত অনির্দিষ্টকালের জন্য ফাঁসির দিন পিছিয়ে দেয়।