ধর্মশালাঃ পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দুটো দল। ২টোই চলতি বিশ্বকাপে (ICC ODI ) এখনও পর্যন্ত চারটে করে ম্যাচ টানা জিতেছে। আগামী রবিবার টুর্নামেন্টে প্রথমবার কোনও একটি দলকে হারের মুখ দেখতে হবে। ম্যাচে নামার আগে ভারতীয় দলকে নিয়ে সতর্ক কিউয়ি স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার। রোহিত, গিল, বিরাট, রাহুলরা প্রত্যেকে ফর্মে রয়েছেন। তাই ম্যাচে নামার আগেই গেমপ্ল্যান পরিষ্কার করে নিচ্ছেন কিউইয়ি তারকা। আর সেই অনুযায়ী ভারতীয় ব্যাটিংয়ের পাওয়ার প্লে-র মধ্যেই টপ অর্ডারকে ফেরানোই একমাত্র লক্ষ্য মানছেন কিউয়ি স্পিনার।
এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার বলছেন, ''পিচে হালকা বাউন্স আছে। গতির দেখাও মিলবে। আমার মনে হয় আমাদের ফিল্ডিংয়ের সময় পাওয়ার প্লে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মা, শুভমন গিল যেভাবে ব্যাটিং করছেন, তাতে ম্যাচের রঙ ওই ১০ ওভারেই বদলে যেতে পারে। তাই পাওয়ার প্লে-র সময়ই ভারতকে আটকাতে হবে। শুরু থেকেই ওদের ওপর চাপ তৈরি করতে হবে।'' স্যান্টনার আরও বলেন, ''ভারতীয় দল নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছে। নিজেদের ঘরের মাঠে খেলছে ওরা। আমাদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করবেই ওরা। তবে এটা ইতিবাচক দিক যে আমরা এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছি। আমরা শুধু নিজেদের ফোকাস নষ্ট করতে চাই না। খেলে যেতে চাই নিজেদের ক্ষমতা অনুযায়ী।''
এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল পাবে না হার্দিক পাণ্ড্যকে। গতকাল বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ম্যাচে খেলার সময় মাঠেই চোট পেয়েছিলেন। আর মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য। নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। স্ক্যান রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) পাবে না হার্দিককে। পরের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।
গতকাল চোট পেতে মাঠ ছাড়ার পরই স্ক্যান করতে পাঠানো হয়। সেই স্ক্যান রিপোর্ট অনুযায়ী হার্দিককে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়কালে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন হার্দিক। ভারতের আগামী ম্যাচ ২০ তারিখ ধর্মশালায়। দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না হার্দিক। তাঁর পরের ম্যাচ ভারতের লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে। সেই ম্যাচের প্রস্তুতিতেই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।