ভাজ্জির পছন্দের দলে ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন করা হয়নি। মিডল অর্ডারে অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি রেখেছেন কেদার যাদব, অম্বাতি রায়ডু ও দীনেশ কার্তিক।
পেস ব্রিগেডে তিনি রেখেছেন উমেশ যাদবকে। সেইসঙ্গে তাঁর মত, ইংল্যান্ডের পরিবেশ অনুযায়ী রবীন্দ্র জাডেজার নাম অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা যেতে পারে।
হরভজন বলেছেন, মনে রাখা দরকার যে, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইংল্যান্ডের আবহাওয়া গরম ও আর্দ্র ছিল। একই ধরনের পরিস্থিতি থাকলে, বিপক্ষ দলে পাঁচ-ছয় জন ডানহাতি ব্যাটসম্যান থাকলে জাডেজাকে একটা প্যাকেজ হিসেবে ব্যবহার করা যায়। ওকে ছয় ও হার্দিককে সাতে খেলানো যেতে পারে। এছাডাও জাডেজার ফিল্ডিংটাও দুর্দান্ত।
ভাজ্জি বিজয় শঙ্করকে দলে রাখার কথা বলেছেন। কিন্তু তাঁর স্কোয়াডে জায়গা হয়নি ঋষভ পন্তের।
হরভজনের পছন্দের দল-
রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, অম্বাতি রায়ডু, এম এস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, যজুবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, দীনেশ কার্তিক, উমেশ যাদব, বিজয় শঙ্কর। সম্ভাব্য-রবীন্দ্র জাডেজা