পুণে: ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে আজ খেলতে নামছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। সামনে প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh Cricket)। অজিরা তাঁদের শেষ ম্যাচে আফগানিস্তানের (Afganistan Cricket) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। অজিদের কাছে এই ম্যাচ যেমন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ড্রেস রিহার্সাল। তেমনই বাংলাদেশের কাছে এই ম্যাচ বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের লড়াই। 


কাদের ম্যাচ


বিশ্বকাপে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ
















কখন শুরু?





ম্য়াচ শুরু সকাল ১০.৩০টায়। তার ৩০ মিনিট আগে হবে টস




কোথায় দেখবেন


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


শাকিবের বিশ্বকাপের শেষটা যে খুব একটা ভাল হয়নি তা বলাই বাহুল্য। শ্রীলঙ্কা ম্যাচে তিনি দুরন্ত পারফর্ম করে দলকে জেতালেও প্রবল সমালোচনার সম্মুখীন হন। নেপথ্যে অধিনায়ক হিসাবে তাঁর এক সিদ্ধান্ত। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরের দুই মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে বল খেলতে তৈরি হয়ে ক্রিজে থাকতে হয়। ক্রিজে পৌঁছে ম্যাথিউজ় স্টান্স নেওয়ার সময় দেখেন হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছে, সেটা তিনি যখন বদলের জন্য যান, তখনই টাইম আউটের আবেদন জানায় বাংলাদেশ। জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত ক্রিকেটের যে ঘটনা ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।


এরপর চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ফলে মেহদি হাসান মিরাজকে দেখা যেতে পারে নেতৃত্বভার সামলাতে। শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তর্জনীতে চোট পান এবং তাঁর তর্জনীতে চিড় ধরে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। এক ম্যাচের জন্য হলেও তাই বিশ্বকাপে ডাক পেলেন বিজয়। তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে বিজয় সুযোগ পান কি না এবং পেলেও, তাঁর কতটা লাভ তুলতে পারেন, সেটাই দেখার বিষয় হবে।