দুবাই: বিশ্বকাপ ফাইনালের জন্য ম্য়াচ অফিশিয়াল ঘোষণা করে দিল আইসিসি। আগামী রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডু পাইক্রফট। তবে এতগুলো নামের মধ্যে একটি নাম দেখার পরই ভারতীয় সমর্থকদের এক নতুন আশঙ্কার জন্ম হয়েছে। সেই নামটি হল রিচার্ড কেটেলবরো। কিন্তু কেন?


ইতিহাস বলছে ব্রিটিশ এই আম্পায়ার ভারতের হয়ে আইসিসি ইভেন্টে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচ ভারত হেরে যায়। এরপর ২০১৫ সালের সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই ম্য়াচেরও দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ারই। একই ছবি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এছাড়াও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছিলেন রিচার্ড। সেই ম্যাচ দুটোও হেরে যায় টিম ইন্ডিয়া। 


উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের দিনে আমদাবাদে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। এবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বযুদ্ধের মেগা ফাইনাল। সেই মঞ্চও জমজমাট করে তোলার যাবতীয় ব্যবস্থা থাকছে। জানা যাচ্ছে ক্রিকেটভক্তদের জন্য আয়োজন হতে চলেছে বিশেষ এয়ার শো-এর।


যাঁর নামে আমদাবাদের স্টেডিয়াম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) হাজির থাকার কথা ফাইনালের মঞ্চে। ভারত-অস্ট্রেলিয়ার মেগা ডুয়েল দেখতে মাঠে হাজির থাকার কথা মহেন্দ্র সিংহ ধোনিরই। যাঁর হাত ধরেই ১২ বছর আগে শেষবার তথা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল। ভিভিআইপিদের উপস্থিতিতে শুধু এয়ার শো-ই নয়, ক্রিকেটভক্তদের জন্য জমজমাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলেই খবর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাদভির পারফর্ম করার কথা। সেমিফাইনালের মঞ্চে ভারতের ম্যাচ দেখতে সপরিবারে সচিন তেন্ডুলকার হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্যও। ফাইনালের মঞ্চেও তাঁদের উপস্থিত থাকারই সম্ভাবনা রয়েছে।


পাশাপাশি মুম্বইয়ের মেগা সেমিফাইনালে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকারা। ফাইনালের মঞ্চেও ভারতের হয়ে গলা ফাটাতে অনেককেই দেখা যাবে বলেই খবর। একাধিক রাজনৈতিক ব্যক্তি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র একাধিক শীর্ষ কর্তাও ম্যাচ দেখতে হাজির থাকবেন বলেও জানা যাচ্ছে।