মুম্বই: চলতি বছরের শেষেই দেশের মাটিতে বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (One Day World Cup 2023)। ঘরের মাঠে কতটা অ্যাডভান্টেজ পাবে টিম ইন্ডিয়া (India Cricket Team) প্রাক্তন প্রোটিয়া তারকা হার্সেল গিবস যদিও মনে করেন দেশের মাটিতে চাপে থাকবে ভারতীয় দলই। ২০১১ সালে শেষবার ভারত বিশ্বকাপ জিতেছিল। নিজেদের ঘরের মাঠেই ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এবার নিজেদের দেশের মাটিতে ফের টুর্নামেন্ট। প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, ''আমার মনে হয় ভারতীয় দলই চাপে থাকবে নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে যখন। ওদের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যাঁরা চাপের মুখে ভাল খেলতে পারেন। নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারেন। কিন্তু এমন অনেক দেশ রয়েছে যারা উপমহাদেশের মাটিতে খেলে অভ্যস্ত।''


দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন গিবস। বিশ্বকাপের মঞ্চে ভাল পারফর্ম করেও বারবার তীরে এসে তরী ডুবেছে প্রোটিয়াদের। ১৯৯২ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল গিবসকে। ১৯৯৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 


হার্দিককে বিশ্রাম?


বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের পরেই ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill), উভয়কেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর টি-টোয়েন্টি খেলেছেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজের পর থেকে তাঁর বদলে এখনও পর্যন্ত সব সিরিজেই হার্দিক ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার্দিককেই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাই মনে করা হচ্ছিল আয়ারল্যান্ড সিরিজেও তেমনটাই হতে চলেছে। তবে সামনেই এশিয়া কাপ। তারপরে ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই হার্দিককে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর।


বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এই বিষয়ে জানান, 'এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের পর হার্দিক কেমন অনুভব করছে, তার উপর নির্ভরশীল। ক্যারিবিয়ান সফরে অনেকটা যাত্রা করতে হবে এবং ফ্লোরিডা থেকে ডাবলিনে এসে মাঠে নামার জন্যও মাত্র তিন দিনেরই সময় রয়েছে হাতে। সামনেই যেহেতু বিশ্বকাপ আসছে, তাই ওর ওয়ার্কলোডের দিকটাও খেয়াল রাখতে হবে। ও যে রোহিতের সহ-অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলবে, সেটা কিন্তু ভুললে চলবে না।'