নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হতে হয়েছে টপ অর্ডারকে। মাত্র ২ রানের মাথায় ৩ উইকেট খুঁইয়ে বসে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত, ঈশান, শ্রেয়সকে। পরে রাহুল, বিরাটের দুরন্ত পার্টনারশিপ যদিও ভারতকে জয় এনে দেয়। কিন্তু ব্যাটিং অর্ডারে শুভমন গিলের অভাব বোঝা যাচ্ছিল খুব ভালভাবেই। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও গিল হয়ত নেই। তাই একই টিম কম্বিনেশনে মাঠে নামবে রোহিত ব্রিগেড। 


অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাত্র ১ বারই সাক্ষাৎ হয়েছে ভারতের। ২০১৯ সালে রোজ বোলে হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল বিরাট বাহিনী। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি। আগামীকালের ম্যাচেও খাতায় কলমে রোহিতের দলই এগিয়ে। কিন্তু ফর্মে থাকা গিলের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২২ গজ থেকে ছিটকে যাওয়া কিছুটা চাপ বাড়িয়েছে। ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গেলেও, গিলের শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁকে চেন্নাইতেই রেখে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের প্লেটলেট কমে ৭০ হাজার হয়ে গিয়েছিল। তবে তাঁর পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, বিসিসিআই সূত্রে খবর ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তিনি কিছু পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান। তবে আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তান ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী কোনও কোনও মহলে গিল আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।


বিরাট ও রাহুল আগের ম্যাচে রান পেয়েছেন। রোহিত শর্মার ব্যাট চলেনি অজিদের বিরুদ্ধে। গত বিশ্বকাপের সর্বাধিক শতরান ছিল হিটম্যানের ব্যাটে। এবার তিনি ভারতের অধিনায়কও। নেতা হিসেবে সফল হওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং পারফরম্যান্সেও দ্যুতি ছড়াতে চাইবেন ডানহাতি তারকা ওপেনার। 


বোলিং বিভাগে অবশ্য চিন্তার কিছু নেই। গভীরতা এতটাই যে, মহম্মদ শামির মত বোলারকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়ে নিজের অভিজ্ঞতার গুরুত্ব বুঝিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আফগানিস্তানের বিরুদ্ধে