ধর্মশালা: ওয়ান ডে ক্রিকেটে ভারত ও নিউজ়িল্যান্ডের হেড-টু-হেড পরিসংখ্যান দেখলে টিম ইন্ডিয়াই খানিকটা এগিয়ে। নিউজ়িল্যান্ডের ৫০টি জয়ের বিপরীতে ভারতের ঝুলিতে রয়েছে ৫৮টি জয়। তবে টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য নিউজ়িল্যান্ড যেন ত্রাসের অপর নাম যেন। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি হোক, ওয়ান ডে হোক বা লাল বলের ক্রিকেট, আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় কিউয়িদের বিরুদ্ধে হারতেই হয়েছে ভারতীয় দলকে। ২০১৯ সালে কিউয়িদের বিরুদ্ধে হেরেই ৫০ ওভারের বিশ্বকাপের অভিযান শেষ হয় ভারতের। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেতাব খুইয়েছিল ভারত। এখানেই শেষ নয়, ২০০৭, ২০১৬ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজ়িল্যান্ড ভারতকে হারিয়েছিল। এই পরিসংখ্যান তো আছেই, গোদের উপর বিষফোঁড়ার মতো টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য গত ম্যাচে চোট পেয়েছেন। তিনি দলের সঙ্গে ধর্মশালায় যাননি। তাই টিম ইন্ডিয়ার সামনে কালকে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।


কাদের ম্যাচ?


বিশ্বকাপে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ


কোথায় খেলা?


ম্যাচটি হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে


কখন শুরু?


ম্যাচ শুরু দুপুর দুটোয়। টস দুপুর দেড়টায়।


কোথায় দেখবেন?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।


অনলাইন স্ট্রিমিং


টিভিতে ম্যাচ দেখার সুযোগ না থাকলে স্মার্টফোনেও দেখা যাবে ম্যাচ। ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে


 এখনও পর্যন্ত অপরাজিত ২ দলই। চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) সবচেয়ে ধারাবাহিক ২ দল আগামীকাল মুখোমুখি ২২ গজের লড়াইয়ে। ধর্মশালার মাঠে আমনে সামনে হবে ভারত ও নিউজিল্য়ান্ড (India vs New Zeland)। তবে এই ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরে ধাক্কা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ছিটকে যাওয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলার সময় বঢোদরার অলরাউন্ডার চোট পেয়েছিলেন। এরপর আর মাঠে ফিরতে পারেননি। স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। ফলে আগামীকালের ম্যাচে ভারতীয় একাদশে দেখা যাবে না তাঁকে। 


এরমধ্যে আবার এদিন অনুশীলনে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। এই দুজনের একজনকেই হার্দিকের বদলি হিসেবে ভাবা হচ্ছিল কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের জন্য। অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান।