লাহোর : বিরাট বন্দনায় আক্রাম। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে যে ছন্দে রয়েছেন কোহলি, তা দেখে কার্যত মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি পেসার বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান হাঁকানো প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর ফিটনেস ও খেলার পদ্ধতিতে ভূয়সী প্রশংসা করেছেন।


ওয়াসিম আক্রামের (Wasim Akram) সাফ কথা, 'প্রথমে ৫০ ওভার ফিল্ডিং করেছে, তারপর ব্যাট করার সময় ইনিংসের ৯০ তম ওভারে গিয়ে পরপর দু-রান করে দৌড়চ্ছে। এতেই বোঝা যায়, ওঁর ফিটনেস কী অসম্ভব পর্যায়ের। ব্যাট হাতে নেমে ও বারবার বুঝিয়ে দেয় ও ভিনগ্রহের প্রাণী।'


বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলার পথে ভারতকে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলেছেন তাঁর ৪৮ তম সেঞ্চুরিও। খেলার শেষপর্বে শতরান পূর্ণ ও দলের জয় নিশ্চিত করেন তিনি। যে প্রসঙ্গে আক্রামের বক্তব্য, 'কেউ শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলে যাতে সেঞ্চুরি হয়ে যায়, সেজন্য খানিকটা ধরে খেললে তো ভুল কিছু নেই। কারণ, বিরাট যেভাবে ব্যাট করছিল, তাতে ভারতের জয় যে স্রেফ সময়ের অপেক্ষা, সেটা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।'


বিশ্বকাপের মাঝে পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন ওয়াসিম আক্রাম। আরও দুই প্রাক্তন পাক ক্রিকেটার মিসবা উল হক ও শোয়েব মালিকও যে অনুষ্ঠানের অংশীদার। ম্যাচ ভিত্তিতে বিভিন্ন আলোচনা উঠে আসে যেখানে। ভারত পাকিস্তান ম্যাচের পর রোহিত শর্মার ব্যাটিংয়ের থেকেও ভারতীয় অধিনায়কের প্রতি পাক বোলারদের বোলিং লাইন-লেংথ নিয়ে যেমন কড়া সমালোচনা শোনা গিয়েছিল বাঁ হাতি কিংবদন্তি পেসারের মুখে।


রোহিত শর্মার ব্যাটিংয়ের তারিফ করলেও বিরাট কোহলির প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত মুগ্ধতা ঝরে ঝরে পড়েছে আক্রামের বক্তব্যে। ভারত ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে যে ফেভারিট, তেমনটা অনেক ক্রিকেট বোদ্ধার মতোই মনে করেছেন ওয়াসিম আক্রামও।                                                                                                


আরও পড়ুন- আনফিট উইলিয়ামসন, তবে ভারতের বিরুদ্ধে ফিরছেন কিউয়ি তারকা বোলার টিম সাউদি