আমদাবাদ: এই নিয়ে আটে আট। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে আরও একবার পাক বধ করেছে ভারতীয় দল (India Cricket Team)। গতকাল ব্যাটে-বলে রীতিমত আধিপত্য় দেখিয়ে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া (India Cricket Team)। ৭ উইকেট ম্যাচ জিতে নেয় রোহিতের দল। গতকালের ম্যাচ হারের পর ফের একবার ট্রোলের শিকার হতে হল বাবর আজমের দলকে। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন পাক ক্রিকেট দলকে।
শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে (ODI World Cup)। সিডনিতে। পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে এক অনন্য বিজয়রথ ছোটাতে শুরু করেছিল ভারত (Ind vs Pak)। সেই সময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
সিডনির সেই ম্যাচের পর দেখতে দেখতে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত। মাঝের সময়ে আরও সাতবার ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (শনিবার আমদাবাদের ম্যাচ ধরে)। কিন্তু ফলাফল সেই একই গতে বাঁধা। ওয়ান ডে বিশ্বকাপ মানেই ভারতের হাতে পাক-বধ। প্রতিপক্ষ অধিনায়কের নাম কখনও ইমরান খান, কখনও আমির সোহেল, কখনও ওয়াসিম আক্রম, তো কখনও বাবর আজ়ম। বাইশ গজের যুদ্ধক্ষেত্র কখনও ম্যাঞ্চেস্টার, তো কখনও মোহালি। সব কিছু বদলেছে। শুধু বদলায়নি ভারতের সামনে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের কেঁপে যাওয়ার ছবি।
শনিবারও ভারতের অশ্বমেধ দাপিয়ে বেড়াল। নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ওয়ান ডে বিশ্বকাপের স্কোরলাইনটা দাঁড়াল ভারত - ৮, পাকিস্তান - ০।