সুনীত হালদার, উলুবেড়িয়া : উলুবেড়িয়ায় (Uluberia) বাড়িতে আগুন লেগে ৩ জনের মৃত্যু । বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মা-বাবা ও শিশুর মৃত্যু । অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ প্রৌঢ়া।


কীভাবে মর্মান্তিক এই ঘটনা ঘটল ?


আজ ভোররাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। উলুবেড়িয়া পুরসভার (Uluberia Municipality) ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায় বাড়িতে ঘুমাচ্ছিলেন বাবা, মা ও শিশু। আগুন লেগে তাঁদের মৃত্যু হয়। পরিবারের অপর এক বয়স্কা আগুনে দগ্ধ হয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।


পেশায় কাপড়ের কাটিং মিস্ত্রি ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী এবং ১০ মাসের সন্তান ঘরে ঘুমাচ্ছিলেন। সেখানেই ছিলেন ইয়াসিনের মা-ও। হঠাৎই রাত ৩টে নাগাদ ঘরে আগুন লাগে। ঘুমন্ত অবস্থাতেই চার জন অগ্নিদগ্ধ হন। ঘরেতেই মৃত্যু হয় ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী মহিমা বেগম এবং তাঁদের শিশুর। গুরুতর জখম হন বছর ৫৫-র নুরজাহান বেগম।


কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া থানায় খবর দেন প্রতিবেশীরা। ছুটে আসে পুলিশ। পুলিশ থেকে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভায়। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একই পরিবারের তিন জনের এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ। 


গতকালই দেবীপক্ষের সূচনার দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য় তেলের গুদাম। শনিবার ভোরে আগুন লাগে ওই গুদামটিতে। প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৫ হাজার বর্গফুটের গুদামটিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আগুনের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গুদামের শেড। নিরাপত্তারক্ষীরা প্রথম আগুন ও ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা। দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সাঁকরাইল ও ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল আধিকারিকরা। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 


আরও পড়ুন ; ৫ ঘণ্টা পার, আগুনে ঢেকেছে চারিপাশ, দাউদাউ করে জ্বলছে হাওড়া ভোজ্য তেলের গুদাম