মুম্বই: বিশ্বের সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার কে? অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই হয়ত বলবেন বিরাট কোহলির নাম। তবে অন্য সুর শোনা গেল রবি শাস্ত্রীর (Ravi Shastri) গলায়। বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলকে (Indian Cricket Team) এক সময় কোচিং করিয়েছেন। ২ জনের পারস্পরিক সম্পর্কও বড়ই মধুর। বিরাটের টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার সময় শাস্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তবে এই প্রশ্নের উত্তরে কোহলি নয়। শাস্ত্রী বলছেন তাঁর দেখা সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার হলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
একটি পডকাস্ট চ্যানেলে রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে তাঁর দেখা সবচেয়ে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটার কে? প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ''সচিন তেন্ডুলকরকে আমি দেখেছিলাম যে ক্রিকেটের সব ফর্ম্যাটেই যে কোনও পরিস্থিতিতে যে কোনও মাঠে নিজেকে মানিয়ে নিয়ে ঘারাবাহিকভাবে পারফর্ম করতে পারে। অসাধারণ প্রতিভা নিয়ে এসেছিল ক্রিকেটে। অনেককেই দেখা যায় যে অনেক পাওয়ার ব্যাটিংয়ে বিশ্বাসী। কিন্তু সচিন সেই ব্য়াটিংটাই অনেক সহজভাবে খেলত। বাউন্সি ট্র্যাক হোক বা টার্নিং ট্র্যাক। ফ্রন্টফুটে খেলা হোক বা ব্যাকফুটে খেলা। ওর ব্যাটিং ছিল দুর্দান্ত। সবকিছুই ওর খুব সহজাত ছিল।''
চলতি বিশ্বকাপেই ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার, এমনটাই মনে করেন শাস্ত্রী। প্রত্যেক প্লেয়ার তাঁদের ফর্মের শিখরে রয়েছেন। শাস্ত্রী বলছেন, ''এবারের বিশ্বকাপে যদি ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে না পারে। তাহলে আরও ২-৩টে বিশ্বকাপ পর্যন্ত খেতাবের জন্য হয়ত অপেক্ষা করতে হবে তাঁদের। ৭-৮ জন প্লেয়ার আছে যাঁরা তাঁদের সেরা ফর্মেও রয়েছে ও নিজেদের শেষ বিশ্বকাপও খেলছেন। যেভাবে সবাই খেলছে তাঁদের বিশ্বকাপ জেতাই উচিত।''
ভারতীয় দলের পেস বোলিং বিভাগের প্রশংসাও শোনা গেল শাস্ত্রীর মুখে। তাঁর মতে শামি, সিরাজ, বুমরার মত যে বোলিং অ্যাটাক রয়েছে, সেটাই দেশের সর্বকালের সেরা বোলিং অ্যাটাক। গত চার-পাঁচ বছর ধরে এই দলটা গড়ে উঠেছে।
আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্রুপ লিগে ৯ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন এই টিম ইন্ডিয়া ২০০৩ সালের অস্ট্রেলিয়ার দলের মত খেলছে। সেক্ষেত্রে আর দুটো জয় মানেই ভারতের সামনে তৃতীয়বার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ চলে আসবে।