মুম্বই: দুর্দশা কাটছেই না ইংল্য়ান্ডের (England Cricket Team)। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন (World Chap)। কিন্তু এবারের টুর্নামেন্টে একের পর এক ম্যাচ হেরেই চলেছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্য়ান্ড (England)। শুরু হয়েছিল নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে। এরপর গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার ও আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানের বিশাল ব্য়বধানে হার। ৪০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭০ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড শিবির। 


বিশাল লক্ষ্যমাত্রা। তার ওপর আগের ম্য়াচে হারের মানসিক চাপ। ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টোই। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখতে পাওয়া যায়নি। এদিন একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভাল করেছিলেন। তবে এদিনও পেলেন না রান। ১০ রানে করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ৬ রান করেন ডেভিড মালান। হ্যারি ব্রুক ১৭ ও জস বাটলার ১৫ রান করেন। টপ ও মিডল অর্ডার ব্যর্থ এদিন পুরো। একসময় মনে হচ্ছিল ১০০ রানও হয়ত বোর্ডে তুলতে পারবে না ইংল্যান্ড। সেখান থেকে গাস অ্যাটকিনসন ও মার্ক উড মিলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করালেও তা জয়ের জন্য কখনওই যথেষ্ট ছিল না। অ্যাটকিনসন ৩৫ রান করেন ও মার্ক উড ৪৩ রান করে অপরাজিত থাকেন। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার। রেজা হেন্ড্রিক্স ও ডি কক নেমেছিলেন ওপেনিংয়ে। ফর্মে থাকা ডি কক এদিন মাত্র ৪ রানে ফিরলেও রেজা ছিলেন দুরন্ত ছন্দে।  ৭৫ বলে ৮৫ রানের ইনিংস খেলার পথে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ভ্যান ডার ডুসেনও ৬০ রানের ইনিংস খেলেন। এদিন তেম্বা বাভুমা না খেলায় দলের নেতৃত্ব দিচ্ছিলেন এইডেন মারক্রাম। তিনি ৪২ রান করে আউট হন। তবে ওয়াংখেড়েতে এরপরই শুরু হয় ক্লাসেনের শো। ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন গাস আটকিনসন। তিনি নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। তাঁকে যোগ্য সঙ্গ দেন মার্কো ইয়েনসেন। তিনি এদিন ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে বাঁহাতি প্রোটিয়া পেসার ৩টি বাউন্ডারি ও পেল্লাই ৬টি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।