লাহোর : সমীকরণের হিসেব-নিকেষের ইঙ্গিত বিদায়ের পথেই। কার্যত অসাধ্যসাধন ঘটাতে হবে পাকিস্তান দলকে, তবেই নিউজ়িল্যান্ডকে টপকে তাঁরা পৌঁছতে পারবে চলতি বিশ্বকাপের (World Cup 2023) সেমিফাইনালে। এই অবস্থায় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের বিশেষ 'টোটকা' দিলেন ওয়াসিম আক্রাম (Wasim Akram)। প্রাক্তন পাক কিংবদন্তির যে 'উপদেশ' শুনে হেসে কার্যত লুটিয়ে পড়লেন অনুষ্ঠানে হাজির বাকিরা।
পাকিস্তানের বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা সংক্রান্ত এক অনুষ্ঠানে যে সরস মন্তব্য করেছেন ওয়াসিম আক্রাম। ইংল্যান্ডকে টপকে ইডেন গার্ডেন্সে পাকিস্তান কি আদৌ সেমিফাইনালে পৌঁছতে পারবে ? পারলে সেটা কীভাবে ? অনুষ্ঠানে হাজির সকল ক্রিকেট বিশেষজ্ঞের কাছেই প্রশ্নটা ছুড়েছিলেন সঞ্চালক। যে উত্তরেই আক্রাম বলেন, 'পাকিস্তানের কাছে কিন্তু রাস্তা খুব সোজা। প্রথমে ব্যাট করতে নেমে যতটা সম্ভব স্কোর খাড়া কর। আর তারপর গোটা ইংল্যান্ড দলটাকে ২০ মিনিটের বেশি সময়ের জন্য লকার রুমে তালাবন্ধ করে রাখো। যাতে তাঁদের সব ব্যাটারই টাইম আউট হয়ে যায়।'
ওয়াসিম আক্রামের বিশ্বকাপ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার কথা কার্যত মেনে নেওয়ার বার্তাই যেন প্রকাশ পেয়েছে। তবে যেভাবে মজার ছলে গোটা বিষয়টা বলেছেন আক্রাম, তাতে কার্যত হাসির রোল ওঠে। পাশাপাশি ফের একবার আলোচনায় উঠে আসে বিশ্বকাপের মঞ্চে টাইম আউট বিতর্ক। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে বাংলাদেশের টাইম আউট করা নিয়ে জলঘোলা কম হয়নি। বিতর্কের রেশের পর যে ঘটনাক্রম নিয়ে জারি রয়েছে মজার ঘটনাক্রমও। শ্রীলঙ্কার গত ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাথিউজ় মাঠে নামার সঙ্গে সঙ্গেই তাঁর দিকে এগিয়ে গিয়ে ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনকে বলতে দেখা গিয়েছিল, হেলমেটের স্ট্র্যাপ দেখে নিয়েছো তো ঠিক করে।
এদিকে, শুধু ওয়াসিম আক্রামই নন, মজার ছলে পাকিস্তানকে খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল ভনও। কার্যত অসম্ভব সমীকরণের সম্পূর্ণ তালিকা নিজেরে এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে পোস্ট করে প্রাক্তন ব্রিটিশ ব্যাটারের সরস মন্তব্য, 'হাল ছেড়ো না পাকিস্তান। আস্থা রাখ নিজেদের ওপর। কখন কী হয় কে জানে...'
আরও পড়ুন- ভারতে মানুষের ভালবাসা পেয়ে মুগ্ধ পাক শিবির, ধন্যবাদ জানালেন বাবর