সন্দীপ সরকার, কলকাতা: ভারতে পৌঁছে হায়দরাবাদে সপ্তাহ খানেকের প্রস্তুতি শিবির করেছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। বাবর আজ়মরা (Babar Azam) ওয়ার্ম আপ ম্যাচও খেলেছিলেন নিজামের শহরে। বাবর জানিয়েছিলেন, হায়দরাবাদের আতিথেয়তায় তাঁরা মুগ্ধ।


প্রথমবার ভারতে এসে মুগ্ধতা নিয়েই দেশে ফিরবেন, ইডেনে ইংল্যান্ড ম্যাচের আগে জানিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক। শুক্রবার ইডেনে (Eden Gardens) পাকিস্তান ক্রিকেটারদের দেখার জন্য অত্যুৎসাহীদের ভিড়। বাস থেকে নামার সময় বা প্র্যাক্টিসের শেষে টিমবাসে ওঠার সময় বাবর-ইফতিকারদের নাম ধরে ডাকাডাকি চলল। দাঁড়িয়ে পড়ে হাতও নাড়লেন পাক ক্রিকেটারেরা। পরে বাবর বললেন, 'ভারতে অনেক ভালবাসা পেয়েছি। অনেক সমর্থন পেয়েছি। শুধু আমি নয়, গোটা দল পেয়েছে। দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের।'


গত কয়েকটি ওয়ান ডে বিশ্বকাপেই (ODI World Cup) ভাল ফল করতে পারছে না পাকিস্তান। তবে বাবর মানতে নারাজ যে, পাক ক্রিকেটের গ্রাফ নিম্নমুখী। বলছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছি। ফলে এমন নয় যে, বিশ্বকাপে আমরা খারাপ খেলছি। আমাদের শেষটা ভাল হচ্ছে না। আমরা পরিকল্পনা কাজে লাগাচ্ছি, দাপটও দেখাচ্ছি। ভাল ক্রিকেটও খেলছি। এমন নয় যে, আমরা ১৯৯৯ বিশ্বকাপ থেকে ভাল ক্রিকেট খেলিনি। এবারের বিশ্বকাপে বা আগের বিশ্বকাপে ভাল করতে পারিনি বলে এই নয় যে, আমরা ভাল ক্রিকেট খেলছি না। আমরা দাপটও দেখিয়েছি। হ্যাঁ, শেষটা ভাল হচ্ছে না। তবে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব।'


নিজের পারফরম্যান্স নিয়ে বাবর বলছেন, 'আমাদের লক্ষ্য ছিল ভাল ব্যাটিং করা। আমাকে ৫০ করতে হবে বা ১০০ করতে হবে, এরকম কোনও লক্ষ্য না, ভাল ব্যাটিং করে দলকে জেতানোই ছিল লক্ষ্য। আমি মন্থর ব্যাটিং করেছি নাকি আগ্রাসী, তা নির্ভর করে পরিবেশ-পরিস্থিতির ওপর। দলের প্রয়োজন অনুযায়ী খেলি। দলের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করি। নতুন বলে রান পাওয়া যায়। মাঝের ওভারে রান করা নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। পুরনো বলে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে। ভারতে প্রথমবার এসেছি। যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই অভিজ্ঞতা নিয়ে এগোব। আমাদের ওপর প্রচুর প্রত্যাশা ছিল।'              


আরও পড়ুন: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial