নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জেতার ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। প্রথমে ঠিক ছিল, লর্ডসে হবে এই ম্যাচ। তবে পরে জানা গিয়েছে, সাউদাম্পটনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ম্যাচ শুরু হবে ১৮ জুন।


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের যে দল ছিল, সেই দলে একাধিক বদল আসতে পারে বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবেন না। এছাড়া টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবেন না বলে জল্পনা চলছে।


নিউজিল্যান্ড আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। ভারতও পরপর দু’টি সিরিজ জিতে ফাইনালে জায়গা পাকা করেছে। প্রথমবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে এই দুই দল। ফলে ইতিহাস তৈরির মুখে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা।


ভারতীয় ক্রিকেটমহল সূত্রে খবর, এই মেগা ম্যাচে ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ।


ময়ঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদবরাও দলে ঢোকার লড়াইয়ে আছেন। তবে তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রথম একাদশে হার্দিক বা জাডেজার মধ্যে যে কোনও একজন থাকতে পারেন। সবটাই পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করবে। ইংল্যান্ডের পিচ সাধারণত পেসারদের সহায়ক হয়। সেই কারণেই একটু এগিয়ে হার্দিক। তবে অভিজ্ঞতায় আবার এগিয়ে জাডেজা।