সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট বাহিনী। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সামান্য উন্নতি করেছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্টের শতাংশ একটু বাড়লেও তালিকায় ৪ নম্বরেই রয়েছে তারা।


সদ্য আইসিসির তরফে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সবচেয়ে বেশি পয়েন্ট রয়েছে ভারতের। এখনও পর্যন্ত নতুন পয়েন্ট সিস্টেমে ৫৪ পয়েন্ট পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজ যারা পকেটে পুরে নিয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৩৬ পয়েন্ট। এরপর শ্রীলঙ্কা ২৪, পাকিস্তান ৩৬ এবং ওয়েস্ট ইন্ডিজ ১২ পয়েন্ট পেয়েছে। কিন্তু শতাংশের নিরিখে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের জয়ের শতাংশ ১০০। এখনও পর্যন্ত একটি সিরিজ খেলেছে অজিরা। তাতেই জয় হাসিল করে নিয়েছে তারা। পাকিস্তান ও ভারত ২টো সিরিজ খেলেছে। বাবর আজমের দল ২টো সিরিজই জিতেছে। ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের একটি ম্যাচ স্থগিত রয়েছে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছেন বিরাটরা। শ্রীলঙ্কারও জয়ের শতাংশ ১০০। পাকিস্তানের জয়ের শতাংশ ৭৫.০০। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জয়ের শতাংশ যথাক্রমে ৬৪.২৮ ও ২৫.০০।


এদিকে, গাব্বায় ঐতিহাসিক জয় দিয়ে ভারতীয় দলের ক্রিকেট সফর শুরু হয়েছিল চলতি বছরে। সেঞ্চুরিয়নে আরেক ঐতিহাসিক জয় দিয়ে শেষ হল বছরটা। ভারতীয় ক্রিকেট দলের (indian cricket team) গোটা বছরের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের (bcci) ভিডিও বার্তায় বিরাট বলেন, ''নতুন বছরটা শুরুর আগে খুবই ভাল সময় এটা যে পুরো বছরের পারফরম্যান্সের মূল্যায়ণ করার। আর আমি মনে করি যে অসাধারণ কিছু ক্রিকেট আমরা খেলেছি এই বছরে। এছাড়াও গত ২-৩ বছরেও আমরা দেশে ও বিদেশের মাটিতে দুর্দান্ত কিছু পারফর্ম করেছি। আমরা এমন একটা দল যারা প্রতিনিয়ত খেলেছি, শিখেছি ও উত্তরোত্তর ভাল পারফর্ম করে গিয়েছি। দারুণ লাগছে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকতে পেরেছি। ওয়ান্ডার্সের জন্য প্রস্তুত হচ্ছি।''