দুবাই: সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। পরের দুই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল কোথায় হবে, জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।


আইসিসি বুধবার জানিয়ে দিল, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের ওভালে। তার পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ২০২৫ সালে।


 






২০২৩ সালের জুন মাসে হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যা আইসিসির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা ছিল লর্ডসে। তবে এই মুহূর্তে এই ফাইনাল আয়োজনে লর্ডসকে পিছনে ফেলে দিল দ্য ওভাল। লর্ডসে আগে থেকেই বেশ কিছু ব্যবসায়িক অনুষ্ঠান রয়েছে। যে কারণে লর্ডসে ফাইনাল আয়োজন করতে বেগ পেতে হচ্ছিল আইসিসিকে। আর সেই কারণেই লর্ডস থেকে সরিয়ে নিয়ে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে করার সিদ্ধান্ত নিল আইসিসি। লর্ডসে হবে ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


ওভালে এর আগেও আইসিসির বড় দুটো ইভেন্ট হয়েছে। ২০০৪ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছে ওভালেই। এ বার টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগ পাচ্ছে ওভাল। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। আপাতত পয়েন্ট টেবলে শীর্ষ দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার পরের স্থানেই ফাইনালের আয়োজক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭০%। দক্ষিণ আফ্রিকা ৬০% নিয়ে দ্বিতীয় স্থানে। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। এই সিরিজ পয়েন্ট টেবলে বিশাল ফারাক গড়ে দিতে পারে। প্রথম পাঁচে রয়েছে শ্রীলঙ্কা (৫৩.৩৩%), ভারত (৫২.০৮%) এবং পাকিস্তান (৫১.৮৫%)। ফাইনালের ছাড়পত্র পেতে রোহিতদের সামনে অপেক্ষা করে রয়েছে কঠিন পরীক্ষা।