মস্কো: আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসির পেনাল্টি আটকে রাতারাতি তারকা হয়ে গিয়েছেন আইসল্যান্ডের গোলরক্ষক হ্যানেস হলডরসন। পেনাল্টি বাঁচানো ছাড়াও তিনি একাধিক দুর্দান্ত সেভ করেছেন। মূলত তাঁর জন্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করতে পেরেছে আইসল্যান্ড। এই পারফরম্যান্সের পর হলডরসন বলেছেন, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। তবে মেসির পেনাল্টি আটকানোর জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। তারই ফল পেয়েছেন।


মেসির পেনাল্টি আটকানোর জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? হলডরসন বলেছেন, ‘আমি জানতাম এরকম পরিস্থিতি আসতে পারে। তাই কিছুটা তৈরি হয়েছিলাম। মেসির বেশ কয়েকটি পেনাল্টি শট দেখেছিলাম। আমি শেষ দু’টি পেনাল্টি বাঁচানোর সময় কী করেছিলাম, সেটাও দেখি। মেসি কী ভাবছেন, সেটা বোঝার চেষ্টা করছিলাম। এই ম্যাচে মেসি কী ভাবছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম।’

আইসল্যান্ডের গোলরক্ষক আরও বলেছেন, ‘এই ড্র আমাদের কাছে জয়ের সমান। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলছিলাম। যে দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছেন। এই ম্যাচে ড্র আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, যে এক পয়েন্ট পেয়েছি, সেটা আমাদের গ্রুপ পর্যায় থেকে পরবর্তী পর্বে যাওয়ার লক্ষ্যপূরণে সাহায্য করবে।’