পেনাল্টি মিস করে খারাপ লাগছে, দলকে ৩ পয়েন্ট না দিতে পারার জন্য আমিই দায়ী, বলছেন মেসি
Web Desk, ABP Ananda | 17 Jun 2018 12:41 PM (IST)
মস্কো: গতকাল বিশ্বকাপে গ্রুপ ডি-র প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন। আর্জেন্তিনা জিততে পারেনি। এর জন্য নিজেকেই দায়ী করছেন লিওনেল মেসি। তিনি বলেছেন, ‘পেনাল্টি মিস করে খারাপ লাগছে। কারণ, এটাই ম্যাচের ফল গড়ে দিতে পারত। আমার মনে হচ্ছে দলকে তিন পয়েন্ট দিতে না পারার জন্য আমিই দায়ী। আমার কোনও সন্দেহ নেই, পেনাল্টি থেকে গোল করতে পারলে সব বদলে যেত।’ মধ্যরাতে গ্রুপ ডি-র দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে সহজেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। ফলে আর্জেন্তিনার উপর চাপ বেড়ে গিয়েছে। তবে মেসির মতে, প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে তাঁদের আশা শেষ হয়ে যায়নি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘ড্রয়ের পরেও আমরা আশা ছাড়ছি না। আমাদের লক্ষ্য একই আছে। আমার মনে হয় জয় প্রাপ্য ছিল। আইসল্যান্ডের রক্ষণে ফাঁক খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা পাইনি। আমরা কয়েকদিন বিশ্রাম পাব। ফলে পরের ম্যাচের জন্য তৈরি হতে পারব। প্রথম ম্যাচে এক পয়েন্ট পাওয়া নিয়ে আমরা ভাবছি না। বিশ্বকাপে কেউ কাউকে জায়গা ছাড়ে না। এখানে সমান সমান লড়াই হয়। সব ম্যাচেই কঠিন লড়াই হচ্ছে। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’