মুম্বই: বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সে দেশে পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিঃসন্দেহে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং অ্যাটাকের তুল্যমূল্য লড়াই হতে চলেছে। কিন্তু ভারতের বোলিং আক্রমণের প্রধান তিন মুখ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরার ওপর নির্ভর করছে অনেক কিছু। এর আগে ২০১৮-১৯ ও ২০২০-২১ সালে 


নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে পারথে। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই টেস্টে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্য আসবে তখনই, যখন এই তিন পেসার ভারতের হয়ে নামবেন অস্ট্রেলিয়ার মাটিতে। প্রাক্তন মুম্বইকর আরও বলেন, ''যদি শামি, বুমরা, সিরাজ তিনজনই সুস্থ থাকেন। অস্ট্রেলিয়ার মাটিতে গোটা সিরিজে যদি খেলতে নামে ওরা। তবে কিন্তু ভারতের সুবর্ণ সুযোগ রয়েছে এবার সিরিজ জয়ের। সেক্ষেত্রে সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে পারবে রোহিত বাহিনী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের।''


দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। দিন রাতের টেস্ট হবে এটি। জাফর মনে করেন আইপিএলে নজরকাড়া পারফর্ম করা ময়ঙ্ক যাদবও সুযোগ পেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। 


এদিকে, নিজের জাতীয় দলে পর্যাপ্ত সুয়োগ না পাওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন। এক দশক আগে জাতীয় দলের নিজের ওয়ান ডে অভিষেক ঘটালেও, সঞ্জু স্যামসন এখনও অবধি সব মিলিয়ে ৫০ ম্যাচও কিন্তু খেলেননি। অথচ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মূলত তাঁর রেকর্ড কিন্তু চোখধাঁধানো বললেও ভুল বলা হবে না। ১৬ ম্যাচে ৫৬.৬৬ গড়ে মোট ৫১০ রান করেছেন তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪৪ রান। স্যামসন সিংহভাগ সময়ই ব্যাক আপ কিপার হিসাবে দলের সঙ্গে সফর করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অঙ্গ হলেও, একটি ম্যাচও খেলেননি তিনি। এই বিষয়ে তাঁর অনুরাগীদের কিন্তু অভিযোগের অন্ত নেই।


তিনি বলেন, 'আমায় যখনই দলে নির্বাচিত করা হবে, আমি যাব এবং খেলব। শুধু এটুকুই বলতে চাই। দিনের শেষে তো আমাদের দল ভাল পারফর্ম করছে। আমি নিজের স্বার্থের থেকে দল কেমন করল, সেই নিয়ে বেশি আগ্রহী। আমি সবসময় ইতিবাচক দিকটা দেখে আমার যা যা করণীয়, যা আমার হাতে আছে, সেগুলি ভাল করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।'