মুম্বই: বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু মাঠে সেলিব্রেশন করতে গিয়ে কিছুটা বিতর্কের সম্মুখিন হতে হয়েছিল তাঁকে। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছিল তারকা ডানহাতি পেসারকে। ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রিকেটার বলেই কি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলার এই তারকা পেসার? যদিও এবার সেই বিতর্কে মুখ খুললেন স্বয়ং শামি। নিজের ধর্ম পালন করতে চাইলে কেউ তাঁকে বাধা দিত না, এমনটাই বলছেন শামি। এক সাক্ষাৎকারে শামি বলেন, ''সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।''


পাঁচ উইকেট নেওয়ার পর ক্রিজের ওপরই বসে পড়েছিলেন। তবে কি সজদা করতে গিয়ে আর করেননি? সজদা করার জন্য কি অনুমতি দরকার? তারকা ডানহাতি পেসার বলেন, ''সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।''


এই মুহূর্তে ভারতীয় দল থেকে বিশ্রামে রয়েছেন শামি। বিশ্বকাপের ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বোর্ডের তরফে তাঁর নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয় বলে খবর। বিশ্বকাপে ভাল খেলার জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের পর দেশের ক্রীড়াবিদদের জন্য অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এবার সেই পুরস্কার পাওয়া র দৌ়ড়ে রয়েছেন শামি। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শামির নাম প্রাথমিক তালিকায় ছিলই না। তবে বিসিসিআইয়ের অনুরোধের জেরে তাঁর নাম এই তালিকায় শামিল করা হয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কিন্তু সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু হার্দিক পাণ্ড্যর চোট, শামির একাদশে খেলার সুযোগ করে দেয়। এরপর বল হাতে জ্বলে ওঠেন ডানহাতি পেসার।