নয়াদিল্লি: বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ও ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরকে বিঁধলেন প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ। শাস্ত্রীর বিষয়ে তাঁর খোঁচা, ‘এখন যারা ভারতীয় দলে খেলছে, তাদের কথা বলা এবং পরামর্শ দেওয়ার কেউ নেই। রবি খেলোয়াড়দের ঠিকমতো পরিচালনা করছেন কি না আমি জানি না। ওঁর হাতে হয়তো অন্য কোনও কাজ আছে। কাউকে বলা যায় না, মাঠে নেমে খেলো, নিজেকে মেলে ধরো। এটা হয়তো (বীরেন্দ্র) সহবাগের মতো ক্রিকেটারের ক্ষেত্রে খাটে। কিন্তু (চেতেশ্বর) পূজারার উপর এটা কোনওদিনই খাটবে হবে না। কোচিং স্টাফদের এটা বুঝতে হবে।’


চাঁচাছোলা ভাষায় রাঠৌরের সমালোচনা করে যুবরাজ বলেছেন, ‘ও আমার বন্ধু। আপনাদের কি মনে হয়, ও টি-২০ যুগের খেলোয়াড়দের সাহায্য করতে পারবে? ও কি খেলোয়াড়দের সাহায্য করার মতো স্তরের ক্রিকেট খেলেছে?’

যুবরাজ আরও বলেছেন, ‘প্রত্যেকের মানসিকতা বুঝে তার সঙ্গে সেই অনুযায়ী আচরণ করতে হবে। আমি যদি কোচ হতাম, তাহলে রাত ৯টায় (জসপ্রীত) বুমরাহকে শুভরাত্রি বলে হার্দিককে (পাণ্ড্য) নিয়ে রাত ১০টায় পানশালায় যেতাম।’

হার্দিকের প্রশংসা করে যুবরাজ বলেছেন, ‘হার্দিক পাণ্ড্য টি-২০ ম্যাচে আমার দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভেঙে দিতে পারে। ওর মধ্যে একজন অসাধারণ অলরাউন্ডার হয়ে ওঠার মতো সবরকম মালমশলা আছে। তবে ওকে পথ দেখানোর মতো একজনকে দরকার।’

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম যুবরাজ। ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ক্রিকেটপ্রেমীরাও যুবরাজকে কোনওদিন ভুলতে পারবেন না। কিন্তু এই অলরাউন্ডার এখনকার ভারতীয় দলের কোচিং স্টাফ নিয়ে একেবারেই খুশি নন।