জোহানেসবার্গ: জসপ্রীত বুমরাহর বল ডিন এলগারের হেলমেটের ফাঁক গলে মাথায় লাগতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেভাবে খেলা থামিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন, তাতে ক্ষুব্ধ সুনীল গাওস্কর। তিনি দক্ষিণ আফ্রিকাকে তীব্র আক্রমণ করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের তোপ, ‘ভারতীয় দল যদি একই পরিস্থিতিতে খেলতে অস্বীকার করত, তাহলে বলা হত, ভারতীয় ক্রিকেটারদের পৌরুষ নেই।’
গাওস্কর আরও বলেছেন, ‘বুমরাহর যে বলটি এলগারের মাথায় লেগেছে, সেটা খারাপ পিচের জন্য নয়। বুমরাহ একটা শর্ট পিচ বল করেছিলেন। সেটা সামাল দিতে পারেননি এলগার। তার জন্য খেলা থামানোর কোনও কারণ ছিল না।’
ভারতীয় দল খেলতে না চাইলে বলা হত পৌরুষ নেই, দক্ষিণ আফ্রিকাকে তোপ গাওস্করের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2018 09:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -