রিও ডি জেনিরো: চলতি বিশ্বকাপে এখনও জ্বলে উঠতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাঁর কাছ থেকে অনেকেই দারুণ ফুটবল দেখার অপেক্ষায় রয়েছেন। কিন্তু, মোটের ওপর বলা যেতেই পারে, দলের মতো তাঁর পারফরম্যান্সও ধারাবাহিকতার ধারেকাছে পৌঁছয়নি।
প্যারিস সাঁজা-র এই তারকা ফুটবলার দুটি ম্যাচে একটি গোল করেছেন। কিন্তু, বিশ্বকাপে যত না তাঁর ফুটবল-দক্ষতার জন্য খবরের শিরোনামে এসেছেন নেইমার, তার চেয়ে ঢের বেশি এসেছেন মাঠে ‘নাটকের’ জন্য।
কোস্টারিকা ম্যাচে ডাইভ দিয়ে পড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন ২৬ বছরের এই ফুটবলার। পাশাপাশি, সতীর্থ থিয়াগো সিলভার সঙ্গে দুর্বব্যহার করার জন্যও সমালোচিত হন তিনি।
মাঠে তাঁর আচমকা পড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনার কেন্দ্রে নেইমার। অনেকে আবার তাঁর এই ‘নাটক’-কে অভিনব উপায়ে ব্যবহার করেছে। যেমন রিও-র ম্যালকম পাব।
সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের আগে এই পানশালা নিজেদের গ্রাহকদের জন্য অভিনব অফার দিয়েছে। তারা জানিয়েছে, ম্যাচে যতবার নেইমার পড়ে যাবেন, ততবার বিনামূল্যে বিয়ার দেওয়া হবে।