পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেই একই পথে হাঁটলে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়ে দিলেন আজহার আলি। পাক ক্রিকেটার বলেছেন, ‘কোনও দেশের পরিস্থিতিই ভাল নয়। লকডাউন চলতে থাকলে পুরনো বা নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কমাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি বোর্ড বেতন কাটছাঁট করার কথা বলে, আমরা তার জন্য মানসিকভাবে তৈরি থাকছি। বোর্ডের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্তই নেব।’
করোনা আতঙ্কে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করা যায় কি না, তা নিয়েও আলোচনা করে যেতে পারে বলে মনে হচ্ছে আজহারের। বলেছেন, ‘পরিস্থিতি সেরকম হলে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজন নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে তার আগে স্বাস্থ্য সম্পর্কিত সব রকম সতর্কতা নিশ্চিত করতে হবে।’ তিনি যোগ করেছেন, ‘ভক্তরা টিভিতেও খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। ফাঁকা মাঠে ম্যাচ করা গেলে সমর্থকেরা অন্তত টিভিতে দেখতে পারবেন। মানুষের স্বাস্থ্য নিয়ে আপোস করা চলে না।’