বেঙ্গালুরু: এবারের আইপিএল-এর শুরুটা জঘন্য করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিই হেরে গিয়েছে বিরাট কোহলির দল। গতকালও রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ২৭ রানে হেরে গিয়েছে আরসিবি। দলের এই পারফরম্যান্সে চরম হতাশ বিরাট। তাঁর বক্তব্য, এভাবে খেললে জেতা যাবে না। জয়ের ফর্মুলা খুঁজে বার করতে হবে।

গতকাল ঘরের মাঠে পুণের ৮ উইকেটে ১৬১ রানের জবাবে ৯ উইকেটে ১৩৪ রানেই থেমে গিয়েছে আরসিবি। এই হারের পর বিরাট বলেছেন, ‘গত ম্যাচে আমরা লড়াই করেছিলাম। আজ আমাদের চোখের সামনে দিয়ে ম্যাচ হাতছাড়া হয়ে গেল। আমাদের কয়েকটা বিষয় ঠিক করতে হবে। ঘরের মাঠে সহজেই জিতে যাব, এটা ধরে নিলে চলবে না। পেশাদার ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজির প্রতি আমাদের দায়িত্ব আছে। অসংখ্য মানুষের সামনে খেলছি আমরা। তাই এভাবে খেলতে পারি না আমরা। আশা করি সবাই নিজেদের দায়িত্ব পালন করবে এবং আমরা ঘুরে দাঁড়াব।’