করাচি: টানা ১৬ মাস সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলে ডাক না পেয়ে চরম প্রতিক্রিয়া দিয়ে উমর আকমলের হুমকি, তিনি ক্রিকেট সরঞ্জামের কিটব্যাগ পুড়িয়ে ফেলবেন বা নিজেকেই ব্যাট দিয়ে আঘাত করবেন!
পাক ক্রিকেট ক্যাপ্টেন, নির্বাচক ও কোচকে নিশানা করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকমল ক্ষোভ উগরে দিয়েছেন, এশিয়া কাপে পাক দল ঘোষণার আগে তাঁদের বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, আমি কি তাহলে ক্রিকেটের কিট ব্যাগটা পুড়িয়ে ফেলব বা নিজেকেই ব্যাট দিয়ে মারব! মনে হয়, একমাত্র মিরাক্যল কিছু ঘটলেই আমার কথা মনে পড়বে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
১৬ মাস আগে গত বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ডাক পেয়েছিলেন, তারপর তাঁকে সুযোগ দেওয়া হয়নি। আবার ডাক পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ দেখেই তিনি নিশানা করেন অধিনায়ক সরফরাজ আহমেদ, হেড কোচ মিকি আর্থারকে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, আজকাল শুধু কোচ, অধিনায়কই প্লেয়ার বাছাই করেন। মুখ্য নির্বাচকের এ ব্যাপারে কোনও মতামত থাকে বলে মনে হয় না যদিও কারা খেলবে, সেটা তিনজনেরই একমত হয়ে ঠিক করা উচিত।
পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৮টি একদিনের ম্যাচ, ৫৮টি টি-২০ ম্যাচ খেলা উমর বলেন, রান করা, ফিটনেস ধরে রাখা বাদে দলে চান্স পেতে গেলে আর কী কী করতে হবে, সেটা তাঁর জানা নেই।
চারটি শেষ এ তালিকার ম্যাচে দুটি শতরান করেছেন উমর। এর মধ্যে আছে ফেডেরালদের হয়ে ম্যাচ জেতানো ১৭০ রানের ইনিংস। গত পাকিস্তান সুপার লিগে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে ছিলেন তিনি, যদিও তাঁর কথা ভাবেননি নির্বাচকরা।
উমর বলেন, জানি, নিজের অধিকারের জন্য মুখ খুললে নোটিস ধরানো হবে।