ছোটপর্দায় ফিরছেন সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে
Web Desk, ABP Ananda | 02 Sep 2018 05:11 PM (IST)
মুম্বই: ফের ছোটপর্দায় দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডেকে। এর আগে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’-য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ফের সেই সিরিয়ালের সিক্যুয়েল চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি চ্যানেলটি। সোম থেকে শুক্র বিকেল চারটেয় দেখা যাবে ওই ধারাবাহিক। এর আগে ‘পবিত্র রিস্তা’-য় সুশান্ত ও অঙ্কিতার দুর্দান্ত কেমিস্ট্রি দেখতে পেয়েছিলেন দর্শকরা। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় তাঁরা আলাদা পথ বেছে নেন। সুশান্ত বলিউডে পা রাখেন। ছোটপর্দার মতোই বড়পর্দাতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। অঙ্কিতাকে অবশ্য অন্য কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। তাঁদের সম্পর্কে ভাঙন ধরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা হলেও, তাঁরা এ বিষয়ে মুখ খোলেননি। প্রায় দু’বছর পরে অঙ্কিতা জানিয়েছেন, ‘কারও সঙ্গে সম্পর্কে ভাঙন ধরলে মনের উপর তার মারাত্মক প্রভাব পড়ে। আপনি জানেন না আপনার সঙ্গে কী হচ্ছে। তবে আমার মনে হয়, এই ঘটনা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আজ আর আমার কিছু মনে হয় না। যা-ই ঘটে থাকুক না কেন, সেই সময় আমার পরিবার ও বন্ধুরা পাশে ছিল।’ অঙ্কিতা আরও বলেছেন, ‘ধীরে ধীরে আমার কাজের প্রতি ভালবাসা এসেছে। শেষপর্যন্ত আপনি কোথায় গিয়ে থামছেন, সেটাই আসল। আপনি যদি সারাদিন ধরে ভালবাসার কথাই ভাবেন, সে বিষয়েই কথা বলতে থাকেন, তাহলে সেটাতেই সব প্রাণশক্তি চলে যাবে। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, কী করতে চাই? উত্তর পেয়ে গিয়েছি।’