নয়াদিল্লি: প্রথমে পাকিস্তান ম্যাচ। তারপর কুয়েত ম্যাচ। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দু-দুবার লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবার সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে মাঠেও থাকতে পারবেন না তিনি। তবে হেড কোচের আচরণে ক্ষুুব্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থাও (AIFF)। সূত্রের খবর, বিতর্ক না বাড়ানোর জন্য কোচকে বার্তা দেওয়া হয়েছে। কিছুটা নমনীয় স্তিমাচও। তিনি দু পাতার চিঠি পাঠিয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়ে (Indian Football Team)। সেই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ম্য়াচে মাঠে থাকার অনুমতিও চেয়েছেন তিনি।


দিনকয়েক আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনালে পৌঁছে সেই সাফল্যের ধারা অব্যাবত রেখেছেন সুনীল ছেত্রীরা। লেবাননের বিরুদ্ধে সাফের সেমিফাইনালে মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। তবে দলের সাফল্য সত্ত্বেও সম্পূর্ণ খুশি হতে পারছেন না কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।  


তিনি বলেন, 'অভিযোগ করার খুব বেশি জায়গা নেই ঠিকই। আমাদের যেসব সময়ে সবচেয়ে মনোযোগ বজায় রাখা উচিত, সেইসময়গুলিতে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে এবং প্রতিপক্ষ যাতে কোনও সুযোগ না দেওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আমার সবথেকে বড় অভিযোগ হল আমরা অনেক সময়ই চাপে না পড়লেও, সহজ সহজ পাস বাড়াতে গিয়ে ভুল করছি। তারপর আমরা যে হাই প্রেস ফুটবল খেলি, তাতে বল ফেরত পেতে প্রচুর খাটা খাটনি করতে হয়।'


কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচের ইনজুরি টাইমে গিয়ে গোল হজম করতে হয় ভারতকে। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ড্র হয় ম্যাচ। আনোয়ার আলির আত্মঘাতী এই গোলের ফলে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ হাতছাড়া করে ভারতীয় দল। তবে স্তিমাচের দাবি এই ফলাফলের ফলে ভারতীয় ক্যাম্পে কোনওরকম প্রভাব পড়েনি। 'মোটের ওপর আমর দলের পারফরম্যান্সে আমি খুশি। আমি ওদের যে স্তরে দেখতে চাই তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ওরা। রোজ হাসিমুখেই আমরা অনুশীলনে নামি। কোনও না কোনও সময় তো গোল হজন করতে হবেই। অবশ্য সেটা শেষ মুহূর্তের আত্মঘাতী গোল হবে বলে ভাবিনি। কিন্তু খেলায় তো এমনটা হয়েই থাকে এবং সেটাকে মেনে নিতেই হবে।' মত স্তিমাচের।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial