শুধু ব্যাট হাতেই নয় নয় বল হাতেও ঝলসে উঠেছিলেন হার্দিক। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২২২ রান। সেই সঙ্গে ৫৫.৫০ গড়ে তুলে নিয়েছেন ৬ টি উইকেট। ইকোনমি রেট ৬.০৬।
এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য বিভিন্ন মহলে হার্দিক প্রশংসা পেয়েছেন। এই তালিকায় রয়েছেন তাঁর দাদা তথা মুম্বই ইন্ডিয়ান্সের সহ খেলোয়াড় ক্রণাল পান্ড্য।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভাইয়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক্রুণাল। জানিয়েছেন, ‘ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগেই ও আমাকে বলেছিল যে, ঝড় বইয়ে দেবে। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, ও তা করেছে..এবং কীভাবে!’
এই পোস্টের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পাওয়া সমস্ত ট্রফিগুলি হাতে নিয়ে হার্দিকের একটি ছবিও পোস্ট করেছেন ক্রুণাল।