হায়দরাবাদ: চলতি বছরের গোড়াতেই ভারতের একদিনের দলে সফল প্রত্যাবর্তন ঘটেছে তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহর। এই ঘটনাই এই বাঁহাতির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দশম আইপিএলের উদ্বোধনী ম্যাচে সাইরাইজার্স হায়দরাবাদ তাঁর ২৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে। ম্যাচের পর যুবরাজ বলেছেন, ভারতীয় দলে ফেরার পর থেকে অনেকটা খোলা মনে ব্যাটিং করতে পারছেন তিনি। তাঁর কথায়, গত কয়েক বছরে আমার ব্যাটিংয়ে অনেক ওঠা-পড়া গিয়েছে। ভারতীয় দলে ফিরতে পারাটা দারুন সাহায্য করেছে আমাকে। এখন আর প্রত্যাবর্তনের কথাটা ভাবতে হয় না। ম্যাচের পরিস্থিতি অনুয়ায়ী খেলতে পারছি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইনিংসটা দারুন উপভোগ করেছি। আমি এভাবেই এখন খেলে যেতে চাই।
উল্লেখ্য, ভারতীয় দলে কয়েক বছর পর ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে কটকের একদিনের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেন যুবি। কলকাতার ম্যাচেও ৪৫ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেছিলেন।
যুবি বলেছেন, প্রচুর পরিশ্রম ও নিষ্ঠার জোরেই তিনি কামব্যাক করেছেন। তিনি বলেছেন, এখন অনেক বেশি অনুশীলন করছি। নেটে ব্যাটিংয়ের জন্য অনেকটা সময় দিচ্ছি। হায়দরাবাদ তো আমার কাছে খুবই পয়া। এখানে আমি প্রচুর রান করেছি।
গতকালের ৬২ রান আইপিএলে যুবরাজের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি।
ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর আরও খোলা মনে ব্যাটিং করছি: যুবরাজ
ABP Ananda, web desk
Updated at:
06 Apr 2017 10:24 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -