দুবাই: অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নয়া ইতিহাস গড়ল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুক্রবারের রাতে বাংলাদেশকে শেষ বলে তিন উইকেটে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ জিতল ভারত।
আরও একবার মিডল অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর টেল-এন্ডারদের দুরন্ত লড়াই ম্যাচ জেতাল ভারতকে। এরিমধ্যে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেদার যাদব।
রোহিত নেতৃত্বে এই প্রথম ভারত প্রথমসারির কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল। এই টুর্নামেন্টে রোহিতের নেতৃত্ব অনেক বিশেষজ্ঞর প্রশংসা আদায় করে নিয়েছে। ফাইনালে জয়ের পর এক প্রশ্নের উত্তরে রোহিত জানিয়েছেন, তিনি দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের জন্য তৈরি। তিনি বলেছেন, আমরা এই টুর্নামেন্টে খুব ভালো খেলেছি। সুযোগ পেলে দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের জন্য আমি তৈরি।
এর আগে অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো খেলেছি। কাপ জয় আমাদের সেই পরিশ্রমের পুরস্কার। আমরা সম্পূর্ণ পারফর্ম্যান্স তুলে ধরেছি। পুরো টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলেছি।
বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ সম্পর্কে রোহিত বলেছেন, এ ধরনের খেলা হয়েই থাকে। এ রকম ম্যাচে আগেও খেলেছি। কিন্তু শেষ মুহূর্তে দলের খেলোয়াড়রা যেভাবে চাপ সামলেছে, তাতে ওদের কৃতিত্ব দিতেই হয়। জয়ের জন্য সীমারেখা পেরোনোর প্রচেষ্টাটা এক কথায় অনবদ্য। বাংলাদেশ খুব ভালো ব্যাট করেছে, শুরুর দিকে আমাদের চাপে ফেলে দিয়েছিল। কিন্তু জানতাম, একবার বল পুরানো হলে আমরা ম্যাচে ফিরে আসতে পারব। চাপ বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটা আমরা ভালোভাবে করেছি।
সংযুক্ত আরব আমিরশাহীতে দল যেভাবে দর্শকদের সমর্থন পেয়েছে, তারও প্রশংসা করেছেন রোহিত।
রোহিত বলেছেন, দল ভালো হলে অধিনায়ককেও ভালো দেখায়। কিন্তু বাকি ১০ জন প্লেয়ারের সমর্থন ছাড়া সবকিছু সহজ নয়। তাই কৃতিত্বটা ওদের।
সুযোগ পেলে অধিনায়কত্বের জন্য তৈরি, বললেন রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2018 10:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -