লিডস: বিশ্বকাপে বিশ্বরেকর্ডের পর একেবারে অধিনায়কের মুখোমুখি। চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মহাতারকা হিসেবে বিবেচিত হওয়া রোহিত শর্মার সাক্ষাৎকার নিলেন খোদ অধিনায়ক কোহলি। আর সাক্ষাৎকারের শুরুতেই রোহিত শর্মাকে 'ম্যান অব দ্য টুর্নামেন্ট ' বললেন ক্যাপ্টেন কোহলি।


বিরাটের প্রশ্ন- আরও একটা অসাধারন জয় আমাদের। আর এখন আমাদের সঙ্গে রয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট রোহিত শর্মা। ৫টি সেঞ্চুরি করেছ। আজ পর্যন্ত কোনও টুর্নামেন্টে দেখিনি। দলের জন্য তোমার এই অবদান আর তোমার ফর্ম নিয়ে কি বলবে?


রোহিতের উত্তর- আমরা সবাই জানি আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমাদের দলে অনেকেই দারুন ফর্মে রয়েছে। একজন টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে বলব না, যে এটা আমার কাজ ছিল। আমি চেয়েছিলাম, সাম্প্রতিক অতীতে আমার যা পারফরম্যান্স ছিল, সেটাই চালিয়ে যাওয়া আমার লক্ষ্য ছিল।


২০১১ বিশ্বকাপে দলে সুযোগ পাননি। যন্ত্রণা ভুলে কামব্যাকের লড়াই করেছেন। তারপর দুটি বিশ্বকাপ খেলেছেন রোহিত। আর এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে। চলতি বিশ্বকাপে তাঁর মোটিভেশন কি? অধিনায়ক কোহলিকে তাঁরই দর্শন শোনালেন রোহিত।


বিরাটের প্রশ্ন- আমি গত ১০ বছর ধরে তোমার সঙ্গে খেলছি। ২০১১ বিশ্বকাপে তুমি যখন সুযোগ পাওনি, তখন তোমার মনের অবস্থা কি ছিল জানি। তারপর ২০১৫ বিশ্বকাপ খেলেছ। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে তোমার মোটিভেশন কি? এই টুর্নামেন্ট তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ?


রোহিতের উত্তর- আমরা সবাই জানি বিশ্বকাপের গুরুত্ব। তবে অন্যান্য টুর্নামেন্টের মতই নিজের রুটিনে সবসময় ফোকাস রাখি। আমরা সবাই জানি বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ। তুমি নিজেই আগে বলেছ, এটা বিশ্বকাপ হলেও, খেলাটা কিন্তু ক্রিকেটই। আমাদের ক্রিকেটে জিততেই হবে। তারজন্য ভাল খেলতে হবে। সেটাই আমি মনে করি।