ম্যাঞ্চেস্টার: সেমিফাইনালের আগে অস্ট্রেলীয় শিবিরে বিরাট ধাক্কা। চোটের কারণে এজবাস্টনে সম্ভবত খেলছেন না উসমান খোয়াজা। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না দলের তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিসও। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী এই দুই ক্রিকেটারের ‘কভার’ হিসেবে অজি শিবিরে ডাক পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও অলরাউন্ডার মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, “অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে কভার হিসেবে উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও অলরাউন্ডার মিচেল মার্শকে ডাকা হয়েছে।”
শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ রানে হারের পর বিশ্বকাপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে একে পৌঁছেছে ভারত। আর তাদের এই হারের কারণেই বৃহস্পতিবার এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। তার আগে দুই ক্রিকেটারের চোট সমস্যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।
হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে উঠতে সময় লাগবে। আগামী ম্যাচগুলোর আগে কোনওভাবেই খোয়াজার ফিরে আসা সম্ভব নয়। সেকারণেই ম্যাথু ওয়েডকে দলে নিয়ে আসা হচ্ছে। চোটের কারণে অনিশ্চিত স্টোইনিসও। যে কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। তাঁর ‘কভার’ হিসেবে আসছেন অলরাউন্ডার মিচেল মার্শ। যদিও এই দুই ক্রিকেটারকে এখনও ১৫ জনের স্কোয়াডেই রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। আজই খোয়াজা এবং স্টোইনিসের শারীরির পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।