হায়দরাবাদ: প্রাথমিক ধাক্কা সামলে হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন লড়াই চালালেও, চাপে রয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিমের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। সাকিব অর্ধশতরান পূরণ করে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ৮২ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলেন। মুশফিকুর ৪৪ রানে অপরাজিত। তাঁর সঙ্গে এখন ক্রিজে সাব্বির রহমান (৫)। ৬৪ ওভারের শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২১।


গতকাল দিনের শেষে বাংলাদেশের রান ছিল এক উইকেটে ৪১। আজ দিনের তৃতীয় ওভারেই রান আউট হয়ে যান তামিম ইকবাল (২৪)। এরপর মোমিনুল হক (১২), মাহমুদুল্লাহও (২৮) ফিরে যান। মোমিনুলকে ফেরান উমেশ যাদব এবং মাহমুদুল্লাহকে আউট করেন ইশান্ত শর্মা। ১০৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব-মুশফিকুর জুটির হাত ধরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে লড়াই এখনও অনেক বাকি। ম্যাচের যা পরিস্থিতি, তাতে বাংলাদেশের পক্ষে হার বাঁচানো খুব কঠিন।