মুম্বই: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল? এখনও পর্যন্ত এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া না গেলেও এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়ির ফর্ম্য়াটের জাতীয় দলে নাকি কোহলিকে আর ভাবছেন না নির্বাচকরা, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) মনে করেন যে এমন খবর পুরোপুরি ভুয়ো। বিরাট কোহলিকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। 


চলতি মাসের শুরুতেই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছিলেন যে রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ভারতীয় দল। কিন্তু হঠাৎই কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিরাটকে দলে নিতে চাইছন না নির্বাচকরা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর থেকে আইসিসি টুর্নামেন্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া। তাই এবার নির্বাচকরা কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনকী তার মধ্যে নাকি রয়েছে বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ না পাওয়ার বিষয়টি। শ্রীকান্ত বলছেন, ''কোনওভাবেই সম্ভব না। এমনটা হতেই পারে যে বিরাট কোহলিকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।'' নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত আরও বলেন, ''২০২২ সালে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে বিরাটের অবদান ছিল বিশাল। ও টুর্নামেন্টের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিল। এই সব কথা কে বলে? কে এইসব ভুল খবর রটায়। তাঁদের আর কোনও কাজ নেই? আমি অবশ্যই বলতে চাই। যদি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে হয়, তবে অবশ্যই ওকে ভারতীয় স্কোয়াডে থাকতেই হবে।''


উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন কোহলিই। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯৬ রান। শ্রীকান্ত আরও বলেন, ''বিরাটের মত ব্যাটারের ক্রিজে থাকাটাই অনেক বড় ব্যাপার। ওঁকে ছাড়া দল অসম্পূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ হোক, বিরাটকে ছাড়া ভাবাই যায় না। ওকে ১০০ শতাংশ দেখতে চাই। আমার মনে হয় দলের উচিত বিরাটের জন্য এবার বিশ্বকাপ জেতা উচিত। সচিন যেভাবে সম্মানিত হয়েছিল ২০১১ সালে, ঠিক সেভাবেই বিরাটকে সম্মান জানানো উচিত সতীর্থদের। এটা ওর জন্য দারুণ একটা মুহূর্ত হবে।'' আগামী জুন-জুলাইয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।